Home » তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মণ শেঠ , জল্পনা তুঙ্গে

তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মণ শেঠ , জল্পনা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃঝাড়গ্রামে মাশরুম চাষের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

পত্রিকা প্রতিনিধিঃ তৃণমূলে যোগদান এর ইচ্ছা প্রকাশ  করলেন  সিপিআইএমের প্রাক্তন সাংসদ তথা নন্দীগ্রাম মাস্টারমাইন্ড  লক্ষ্মণ চন্দ্র শেঠ(Laxman seth)। সিপিএম(CPM) দল থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমে তিনি নিজে একটি রাজনৈতিক দলের সূচনা করেন।  তারপর বিজেপিতে যোগদান করলেন। ২০১৯ সালে কংগ্রেসে যোগদান করে তমলুক (Tamluk) লোকসভায় কংগ্রেসের প্রার্থীও হন লক্ষ্মণ  চন্দ্র শেঠ(Laxman seth)। লক্ষ্মণ  বাবু বললেন , বাংলায় মমতা ব্যানার্জী’র (Mamata Banerjee)  উন্নয়নের শামিল হওয়ার জন্যই  সার্বিক উন্নয়নের স্বার্থে উনি তৃণমূল কংগ্রেস এ যোগদান করতে চান।  সেই সঙ্গে তিনি আরও বলেন  মমতা ব্যানার্জি একমাত্র জন নেত্রী   যার কাছে বিজেপির (BJP) উচ্চ স্তরের নেতারা স্বীকার করতে বাধ্য হয়েছে।  তিনি আরো বলেন  বিজেপি (BJP)ও কংগ্রেস দল টার মধ্যে  কোনো গণতন্ত্র নেই। তাই তিনি এই দুটি দলই প্রত্যাখ্যান করেছেন।

প্রসঙ্গত, একসময়কার মেদিনীপুরের (Medinipur) তথা হলদিয়া(Haldia)-তমলুকে (Tamluk) অঞ্চলের মুকুটহীন বাদশা ছিলেন তিনি। পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলায়ও সিপিএমের(CPM) স্তম্ভ ছিলেন তিনি। নরমে-গরমে বিরোধীদের ‘ঠান্ডা’ করতে তিনি ছিলেন তুলনাহীন। এহেন প্রতিপত্তিশালী লক্ষ্মণবাবুর পতন শুরু হয় ২০০৭ সালের ১৪ মার্চের পর থেকে। ওই দিন নন্দীগ্রামে(Nandigram) গুলি চালিয়েছিল পুলিশ। জনরোষ আছড়ে পড়েছিল সিপিএম নেতাদের ওপর।অভিযোগ, লক্ষ্মণ(Laxman)বাবু ওই অপারেশনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর জেরে হলদিয়া(Haldia)-তমলুক (Tamluk) এলাকায় যেমন তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যায়, তেমনই সিপিএমের শীর্ষ নেতৃত্ব দায় এড়াতে লক্ষ্মণ(Laxman) বাবুর সঙ্গে শীতল ব্যবহার শুরু করেন। ক্রমশ হলদিয়া-তমলুক এলাকায় লক্ষ্মণ(Laxman) শেঠের জায়গা দখল করে নেন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ক্ষমতা বদলের পর লক্ষ্মণ (Laxman)শেঠকে কিছুদিন কারাগারেও কাটাতে হয়েছে। ২০১৪ সালে সিপিএম(CPM) তাঁর সাথে সম্পর্ক ছিন্ন করে। তারপর ২০১৬ সালে গেরুয়া শিবিরে নাম লেখিয়েছিলেন সিপিএমের (CPM) এই প্রাক্তন সাংসদ। চলতি বছর তাঁকে দল থেকে ধাক্কা দিয়ে বের করে দেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। নিজের অস্তিত্ব বজায় রাখতে তৃণমূলে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। উল্লেখ্য,কিছুদিন আগে লক্ষ্মণ শেঠ বলেছিলেন যে, শুভেন্দ অধিকারী(Suvendu Adhikari) চাইলে তাকে দলে নিতে পারে তৃণমূল(Trinamool)। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Laxman seth

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.