0
অরুপ নন্দী : ঠিক যেন চোরেদের মতো দেওয়ালে সিঁদ কাটা। তবে চুরি করতে নয়, খাবারের খোঁজে এমনই ভাবে মাটির দেওয়ালে সিঁদ কাটলো একটি হাতি। ঘটনাটি মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের হদহদিতে। গতকালও ঐ এলাকায় এক ব্যক্তির বাড়ির দরজা ভেঙে ধান খেয়েছিল। তারপর রবিবার ভোর রাতে আবার হদহদির বাসিন্দা পিন্টু মাহাত নামে এক ব্যক্তির বাড়ির দেওয়ালে সিঁদ কেটে ধান খায় হাতিটি। ওখান থেকে গ্রামবাসীদের তাড়া খেয়ে পাশের গ্রাম ভাউদিতে বিপ্লব মাহাত নামে আরও এক ব্যক্তির মাটির বাড়ি ভেঙ্গে ধান খাই। নষ্ট হয়েছে জমিতে ধানের চারা। পরপর দুদিন বাড়ি ভাঙার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানান, জমিতে কোনো ফসল না থাকায় হাতি খাবারের খোঁজে বাড়িতে হানা দিচ্ছে। সরকারী নিয়ম অনুসারে ক্ষতিপূরণের আশ্বাস বনদপ্তরের।