পত্রিকা প্রতিনিধি: ফের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত একাধিক সাংবাদিক। গলায় আই কার্ড থাকা সত্ত্বেও সাংবাদিকদের পেটান মেদিনীপুরের আই সি। গত বৃহস্পতিবার রাতে মেদিনীপুর হঠাৎই শহরের কেন্দ্রবিন্দুতে ঢুকে পড়ে এক বুনো হাতি। অভিযোগ, খবর সংগ্রহ করতে গিয়ে শেষে রাজাবাজার টরেন্টো লজের সামনে প্রকাশ্যে পুলিশের হাতে মার খেলেন শোভন দাস সহ তাঁর সহকর্মী ঝাড়শ্বর মাকুড়ও । একাধিক সাংবাদিক সহ সাধারণ মানুষকে চড় মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালি-গালাজ করেন মেদিনীপুর কোতোয়ালী থানার আই. সি পার্থ সারথী পাল।
পুলিশের কয়েক জন সিনিয়র অফিসার যখন হাতি তাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামছেন, তখনই তিনি সাংবাদিকদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ। তাতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠে।শুক্রবার মেদিনীপুর শহরের সমস্ত সাংবাদিকের তরফে লিখিত অভিযোগ জমা দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের কাছে, তিনি সমস্ত কিছু খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সাংবাদিক শোভন দাস ও তাঁর সহকর্মী ঝাড়েশ্বর মাকুড় জানিয়েছেন, মেদিনীপুর কোতোয়ালী থানার আই. সি পার্থ বাবুকে নিজের পরিচয়পত্র দেখানোর পরেও প্রকাশ্যে তাদের চড় মারা হয়। শুধু তাই নয় চড় মারার পাশিপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ওঠে।খবর জানাজানি হতেই বিপ্লবের শহর মেদিনীপুরে সাধারণ মানুষ থেকে শিক্ষাবিদ্ , বুদ্ধিজীবী সহ সকলেই এই ঘটনার তীব্র নিন্দা করেন।