103
			
                    
					
			
            
				            
							                    
							        
    পত্রিকা প্রতিনিধি: পথদুর্ঘটনায় অবরুদ্ধ রাজ্য সড়ক পুলিশের যুদ্ধকালীন তৎপরতায় সাত ঘণ্টার চেষ্টায় যানজটমুক্ত হয়। জানাযায় মঙ্গলবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর কেঠিয়া ব্রিজে দুইটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলেই অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক। সরু কাঠি ব্রিজ তার কারনে চন্দ্রকোনা পুলিশের তৎপরতায় চারটি ক্রেন ও পোকলেনের দিয়ে ৭ ঘণ্টার চেষ্টায় ব্রিজ থেকে লরি গুলিকে সরানো সম্ভব হয়। মঙ্গলবার সকাল ছয়টা থেকে যানজটমুক্ত হয়। পুলিশ সূত্রে খবর দুই গাড়িচালক ও খালাসী দুর্ঘটনা ঘটার সাথে সাথেই নদীতে ঝাঁপ দিয়ে কোনোক্রমে প্রাণে রক্ষা পায়।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেঠিয়া ব্রিজের এক অংশ
 
			        