ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের রামনগরের দশম শ্রেণীর পড়ুয়া জুডো প্রতিযোগিতায় সোনার মেডেল পেয়ে তাক লাগাল সকলকে। ‘খেলো ইন্ডিয়া ও সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় চমকে দিল রামনগরের মেয়ে সুমির সার । সুমির সোনা প্রাপ্তির পাশাপাশি রামনগর থানার অন্তর্গত অনামিকা, ঐন্দ্রিলা, সৌম্যদীপ এবং নন্দিনীরা ও ব্যক্তিগত বিভাগে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এ যেন সাধারন থেকে অসারণ হয়ে ওঠার কাহিনী। রামনগর গার্লসের দশম শ্রেণীর ছাত্রীর এই সাফল্য খুশি রামনগরবাসী সহ জেলাবাসী। রাজ্য স্তরে ২০২৩-২৪ বর্ষে ‘খেলো ইন্ডিয়া’ ও সাব জুনিয়র মহিলা ও পুরুষ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার আগরপাড়া মহাজাতি বিদ্যালয়ে। সেখানে প্রায় ২২ টি জেলার ১০০ প্রতিনিধি অংশ নেয়। রামনগর থানার বেশ কয়েকজন প্রতিযোগী ও অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল সুমি, অনামিকা, ঐন্দ্রিলা ও সৌম্যদীপরা। প্রত্যেকেই এখন জেলার গর্ব।
Khelo India
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
রামনগরের বাসিন্দা সুমি সার ৭০ কেজির নিচে ‘খেলো ইন্ডিয়া’ জুডো প্রতিযোগিতায় সোনা জিতে জেলার ‘সোনা মেয়ে’ হিসেবে খ্যাতি লাভ করেছে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে খেলার কৃতিত্ব অর্জন করেছে। রামনগরের বাসিন্দা বিশ্বজিৎ আচার্যের মেয়ে ঐন্দ্রিলা খেলো ইন্ডিয়ার সিনিয়র ক্যাটাগরি ৬৩ কেজি বিভাগের রুপো এবং সাব জুনিয়র জুডো প্রতিযোগিতায় ৫৭ কেজি বিভাগের রুপো জয়লাভ করেছে। এর পাশাপাশি জেলার দীঘা থানার অন্তর্গত পদিমা গ্রামের বাসিন্দা সৌম্যদীপ জানা ও ৫০ কেজি বিভাগের রুপো জয় লাভ করে। অপরদিকে নন্দিনী সাউ ৫২ কেজি বিভাগের ব্রোঞ্জ পদক জয়লাভ করে। ছেলেমেয়েদের এই সাফল্যে খুশি জেলার মানুষজন।
আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Khelo India
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper