Home » ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরী ! বোমা বিস্ফোরণে জখম ৩ , মৃত ১

ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরী ! বোমা বিস্ফোরণে জখম ৩ , মৃত ১

by Biplabi Sabyasachi
0 comments

Khejuri

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নাম করে দেবিচক গ্রামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের ওপর তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। উল্লেখ্য, গত ১লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের নামে বিভিন্ন এলাকা থেকে হার্মাদ বাহিনী নিয়ে এসে কটকা দেবীচক গ্ৰামের বিজেপি কর্মী বুলা গিরির বাড়িতে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড,লাঠি দিয়ে তার দুটি পা ভেঙে ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়।

আরও পড়ুন:- শাটার কেটে সি সি ক্যামেরা অকেজো করে পূর্ব মেদিনীপুরে সোনা ও মোবাইল দোকানে চুরি

Khejuri
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- করোনার উদ্বেগ বাড়ল পশ্চিম মেদিনীপুরে , অতিরিক্ত দুটি কোভিড হাসপাতালের প্রস্তুতি

পরে স্থানীয় মানুষের সহযোগিতায় বাড়ি ফিরে চিকিৎসা হয় বলে অভিযোগ বিজেপির। এই ব্যাপারে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে ,জনকা থেকে ঢিল ছোঁড়া দূরত্ব দিনের পর দিন পুলিশে সামনে পুরো ঘটনা ঘটছে,অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিজেপির।

Khejuri

আরও পড়ুন:- উদ্বোধনের দিনেই বন্ধ হল পূর্ব মেদিনীপুরের মংলামাড়ো উৎসব

আরও পড়ুন:- আজ থেকে সন্ধ্যে ৭ টার বদলে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন, দুর্ভোগ এড়াতে সিদ্ধান্ত রেলের

অপরদিকে , সোমবার খেজুরি ২ ব্লকের দক্ষিণ মন্ডলের জনকা অঞ্চলের পশ্চিম ভাঙ্গনমারী বুথে তৃণমূলের দুষ্কৃতীরা বোম বাঁধার সময় বোম ফেটে ৪ জন গুরতর আহত হয়েছে। আর তাদের মধ্যে ইতিমধ্যে ১ জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকি ৩ জনকে গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কোন প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:- IIT Kharagpur -এ ফের করোনায় আক্রান্ত ৩১

কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই বলেন, গত বিধানসভা সাধারণ মানুষ তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলকে দুই গালে থাপ্পর দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আর্শীবাদ করেছে। খেজুরীর মানুষ প্রস্তত সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে এই সন্ত্রাসবাদীদের কি করে এলাকার বাইরে পাঠাতে হয়,তার জন্য ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলন, প্রয়োজনে এই দলদাস পুলিশ প্রশাসন থানা ঘেরাও কর্মসূচির পথে যাব।

আরও পড়ুন:- লকডাউন ঘোষণা হতেই দীঘা থেকে বাড়িমুখী হচ্ছেন পর্যটকেরা , মাইকিং প্রশাসনের

তাছাড়া আজ তৃণমূলের কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টির জন্য বোমা বাঁধছিল। আর তা ফেটে হঠাৎ বিস্ফোরণ হয়। অপ‍রদিকে তৃণমূল নেতা মামুদ হোসেন বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়। তাছাড়া বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। যদিও বিস্ফোরণের বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Khejuri

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.