পত্রিকা প্রতিনিধিঃ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আর পরিস্থিতিতে তৃনমূল ও বিজেপি সংঘর্ষের কার্যত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের রামচক এলাকায়।
উল্লেখ্য , এদিন সকালে মন্ডলের শক্তি কেন্দ্রের প্রমুখ সন্দীপ হাজরা দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় হঠাৎই তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি তার বাইক ছিনতাই করে নেয় বলে অভিযোগ। তবে এই ঘটনা খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে আসতেই আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। আর ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ছুটে এসে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে কামড়দা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
এবিষয়ে কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন, “ নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল কর্মীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। আর বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর করছে। তবে এই বিষয়ে পুলিশ কোন ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। মানুষ যোগ্য জবাব দেবো।”
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলার কো- অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোন কর্মী যুক্ত নয়। আমাদের আশাঙ্খা সত্যিতে পরিণত হল। এটা আদি বনাব নব্য বিজেপি লড়াই। আদি বিজেপি উপর নব্য বিজেপি লোকজন হামলার চালিয়েছে। বোমাবাজি শুরু করেন। এই বিষয়টি নিয়ে পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছি।” যদিও এবিষয়ে খেজুরি থানার পুলিশের কোন প্রতিক্রিয়া জানা যায়নি ।