7
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের চালু হতে চলেছে খড়্গপুর-টাটানগর মেমু স্পেশাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ০৮০৫৩ খড়্গপুর -টাটা মেমু স্পেশাল ট্রেন ৪ নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যা ৫.৫০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং রাত্রি ৮.৫০ মিনিটে টাটানগরে পৌঁছাবে।
ঠিকপরের দিনই ( ০৮০৫৪ টাটানগর-খড়্গপুর) ভোর ৩.১৫ মিনিটে টাটানগর থেকে যাত্রা শুরু করবে এবং ৫.৫০ মিনিটে পুণরায় খড়্গপুর পৌঁছাবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur Tatanagar Train
– Biplabi Sabyasachi Largest Bengali