Home » খড়্গপুর গ্রামীণের লছমাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

খড়্গপুর গ্রামীণের লছমাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: আজ (রবিবার) সকাল ১০ টা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত হাওড়া মুম্বই জাতীয় সড়কে ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ ব্যক্তির । ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে লছমাপুর এলাকায়। Road Accident at kharagpur, Accident at kharagpur, accident at lachmapur, Kharagpur Accident, Accident news, latest Bengali news, Medinipur news, Kharagpur News, Bipla bisabyasachi news, Kharagpur Road Accident, Kharagpur Road Accident

আরো পড়ুন-  গুড়গুড়িপালে হুলা পার্টির হল্লায় ভাগলো দাঁতাল বাহিনী

মৃতরা হলেন স্থানীয় কুমার ডোবা গ্রামের বাসিন্দা নকুল সিংহ, নয়ন মাঝি (৩৫), মুনিব গড়ের শেখ আরিয়ান (২৩) ও সামসের আলম খান (৫৫)। স্থানীয়দের বক্তব্য তাঁরা জাতীয় সড়কের মাঝেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রাস্তা পারাপারের জন্য। ঠিক সেই সময়েই একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরবাইক সহ একটি সাইকেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩জনের । পরে মেদিনীপুর হাসপাতালে আর ১জন কে পৌছা্ঁনোর আগেই মারা যান নকুল সিং।

আরো পড়ুন-  “শুধু মুসলিম বিরোধী দল নয়, বিজেপি আসলে বাঙালি বিরোধী দল “- ব্রাত্য

জানা যায় ,রাস্তার উপরে ঠিক করে ব্যারিকেড বসানো নেই। তেল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় আর তারপরেই গাড়ির চাকায় পিষ্ঠ হন ৩ জন। পথদুর্ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই জায়গায় কর্তব্যরত যেসব সিভিক ভলেন্টিয়ার থাকেন তাদের কোনোসময়েই দেখা যায় না। যদিও পুলিশের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে।ঘটনায় মৃত নয়ন মাঝি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন বলে জানা যায়। ঘটনার পরেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। পুলিশ মৃতদেহ গুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.