2
রেলশহর খড়্গপুরের বিদ্যাসাগরপুর এলাকায় গত ১৯ জুন এক করোনা আক্রান্তের হদিস মিলেছিল। খড়্গপুরের একটি মেটালিক্স কারখানার আধিকারিক ওই করোনা আক্রান্ত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে কলকাতায় দেখতে গিয়ে এবার করোনা আক্রান্ত হলেন তাঁর স্ত্রী ও পুত্রও। সোমবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার সকালে এই বিষয়ে জেলা স্বাস্থ্য ভবনকে জানানো হয়। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।