পত্রিকা প্রতিনিধি : খড়্গপুরে প্রাক্তন উপ পৌর প্রধানের করোনা আক্রান্ত হবার ঠিক পরেই তার সাথে সংস্পর্শে আসা মহকুমা শাসক, বিধায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, স্বাস্থ্য আধিকারিক সহ ২০ জন গেলেন কোয়ারেন্টাইন সেন্টারে ।রেল শহরের পাঁচবেড়িয়া অঞ্চলকেই কনটেইনমেন্ট জোন করা হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য দপ্তর সূত্রে ।ওই এলাকা থেকে করোণা আক্রান্ত রোগীর হদিস মিলেছে ।খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরী , পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ , খড়গপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ পাল , রেল শহরের বিধায়ক প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার , এছাড়াও প্রায় ২৫ জন এখন কোয়ারান্টাইনে।খড়গপুরের উপ পুরপ্রধান ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । বিশেষ সূত্রের খবর তার শরীরে জ্বর থাকা সত্ত্বেও তিনি প্রশাসনিক বৈঠকে ও রক্তদান শিবিরে যোগদান করেন ।যার মাশুল গুনতে হচ্ছে প্রশাসনিক কর্তাদের ।বুধবার সকালেই খড়্গপুরের উপ পুরপ্রধান দু’জনকেই কোভিড হাদপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এছাড়াও সংস্পর্শে আসা পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
0