পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের (বুধবার, ১৫ জুলাই) রিপোর্ট অনুযায়ী দুই জেলায় মোট আক্রান্ত ৮৬ জন। এবার করোনা থাবা বসালো খড়গপুর ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে । রেল হাসপাতালের দুই চিকিৎসক এক ওয়ার্ড বয় সহ পাঁচ জন করোনায় আক্রান্ত হয়েছেন । রাত্রেই গোটা হাসপাতাল সাময়িক সময়ের জন্য বাঁশ দিয়ে ঘিরে সিল করে দেওয়া হয়েছে । রাজ্য রেলের চরম সংঘাতের মধ্যেই চিকিৎসক আক্রান্ত হওয়ায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে । রেলের সিনিয়ার ডিসিএম সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ভয় পাওয়ার কোন কারণ নেই গোটা হাসপাতাল স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে। চিকিৎসা কর্মী ও ওয়ার্ডবয় সবাই সুস্থ ,তাদর কোনো উপসর্গ আপাতত নেই ।
রেল হাসপাতালে পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের সংস্পর্শে আসা আরো ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে । বেশ কয়েকজন প্রশিক্ষক এবং ক্যাম্পের রাঁধুনিও রয়েছেন এই তালিকার মধ্যে । অপরদিকে খড়গপুর পৌরসভা এলাকার খরিদা এলাকার দুজন করোনায় আক্রান্ত হয়েছেন । এছাড়াও নিমপুরায় দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আশায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে । গোটা খড়্গপুর মহকুমায় আজ (বুধবার ) ২৬ জনের রিপোর্টে বেলদার এক বিজেপি নেত্রী ও কেশিয়াড়ি তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে । দিন দিন করোনার থাবা এই এলাকা থেকে ওই এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তরের।