পত্রিকা প্রতিনিধিঃ অনলাইনে কোভিড-১৯ নিয়ে সচেতনতা করল শহরের কে ডি কলেজ অব কমার্স অ্যান্ড জেনারেল স্ট্যাডিজ। কলেজের জাতীয় সেবা প্রকল্পের চারটি ইউনিটের উদ্যোগে এই শিবির হয় রবিবার। শিবিরের মুখ্য বক্তা ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ডাঃ সুদীপ কুমার চৌধুরী এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. দুলাল চন্দ্র দাস। এছাড়াও ছিলেন শিবিরের আহ্বায়ক তথা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ড. মিলন কুমার সরকার, ড. উত্তম কুমার জানা, রবীন্দ্রনাথ বেরা এবং পান্ডব চন্দ্র মাজি। বক্তারা করোনা ভাইরাস পরিতিরোধ সকলের করণীয়, জরুরি সাবধানতা অবলম্বনের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল ইত্যাদি বিষয় তুলে ধরেন। ১০০ জনের মতো ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মী অংশগ্রহণ করেন। অধ্যক্ষ ও জাতীয় সেবা প্রকল্পের কর্মসূচি অফিসাররা আগামী দিনে অনলাইনের মাধ্যমে এই ধরনের আরও কর্মসূচি করতে ইচ্ছা প্রকাশ করেন।
কে ডি কলেজে কোভিড-১৯ শীর্ষক অনলাইনে সচেতনতা শিবির
- Advertisement -