Home » শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ ফুটবল, শহরে দক্ষ ফুটবলারের কসরত দেখিয়ে প্রচার পুলিশের

শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ ফুটবল, শহরে দক্ষ ফুটবলারের কসরত দেখিয়ে প্রচার পুলিশের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগীতা। পুলিশের উদ্যোগে প্রতিবছর এই প্রতিযোগিতা হয়ে থাকে। করোনা পরিস্থিতির মধ্যে এবারেও জঙ্গল মহল কাপ ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে ফুটবল সংশ্লিষ্ট ক্লাবগুলির মধ্যে । সেই প্রতিযোগিতার প্রচারের জন্য এক অভিনব পন্থা নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। Junglemahal, Junglemahal, junglemahal Cup, Junglemahal Cup

তোলা আদায়ের অভিযোগে সাসপেন্ড এগরার তিন পুলিশকর্মী

junglemahal cup football, mamata banerjee,
শহরে দক্ষ ফুটবলারের কসরত দেখিয়ে জঙ্গলমহল কাপ ফুটবলের প্রচার পুলিশের

এক দক্ষ ফুটবলার অসাধারণ ভঙ্গিমায় ফুটবল নিয়ে দর্শনীয় ভেল্কি করে দেখাচ্ছেন শুক্রবার শহরে জনবহুল এলাকার পুলিশের উদ্যোগে ফুটবলের এই ভেল্কি প্রদর্শিত হয় শহরের এলআইসি মোড়, কালেক্টরেটমোড়, পঞ্চুরচক, গোলকুয়ারচক, বটতলারচক, কেরানিতোলা, গান্ধীমূর্তি প্রভৃতি মোড়ে ফুটবলের ভেল্কি দেখানো হয় এক পায়ে ফুটবল নিয়ে তালে তালে নাচানো, মাথায়, ঘাড়ে, হাতের তালুতে ফুটবল নিয়ে নানা রকম কসরত দেখলেন শহরবাসী।ফুটবলের এই ভেল্কি দেখতে সর্বত্র প্রচুর মানুষ ভিড় জমান এজন্য হাওড়ার দাশনগর থেকে আনা হয়েছে ফুটবলার প্রসেনজিৎ মাইতিকে পুলিশ সূত্রের খবর করনা আবহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনেইফুটবল প্রতিযোগিতা হবে প্রথমে স্থানাস্তরের ক্লাবগুলি প্রতিযোগিতায় অংশ নেবে প্রতি থানা থেকে চ্যাম্পিয়ন ক্লাব খেলবে জেলাস্তরের প্রতিযোগিতায় প্রতি জেলার চ্যাম্পিয়ন দল নিয়ে হবে রাজ্যস্তরের প্রতিযোগীতা। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত পর্যায়ের খেলাগুলি হয়ে যাবে পুলিশ জানিয়েছে স্থানাস্তরের প্রতিযোগিতা গুলি হবে সংশ্লিষ্ট এলাকায়। জেলা স্তরের প্রতিযোগিতা হবে শহরের অরবিন্দ স্টেডিয়ামে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.