Jangalmahal Utasav 2023
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ১৮ – ২০ জানুয়ারি জঙ্গলমহল উৎসব শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ মাঠে। আগের থেকে জৌলুস কমেছে ভাঁড়ারে টান পড়ায়। জানা গিয়েছে এবারে কুড়ি লক্ষ টাকা বাজেট রয়েছে এই উৎসবে। কাটছাঁট বিভিন্ন অনুষ্ঠানের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তার পাশাপাশি নতুন বিতর্ক দানা বেঁধেছে আমন্ত্রণ পত্র নিয়ে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে আমন্ত্রণ পত্রের যে কার্ড ছাপানো হয়েছে সেখানে দেখা গিয়েছে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মন্ত্রী মানস ভুঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার নাম থাকলেও নাম নেই জঙ্গলমহলের শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র।
Jangalmahal Utasav 2023
যা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন সম্প্রতি কয়েক মাস আগে কাটমানি নিয়ে দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে মুখ খুলেছিল শ্রীকান্ত মাহাত। সেজন্যই কি তাকে দূরে রাখা হয়েছে? একই সঙ্গে প্রশ্ন উঠেছে জঙ্গলমহল উৎসবে সাংসদ দিলীপ ঘোষের নাম না থাকা নিয়েও। বিজেপি নেতা শমিত দাস এই নিয়ে তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়ায়। বিজেপির বক্তব্য, “তৃণমূলের সময় মেলা, খেলা, উৎসব সেগুলো শুধুমাত্র কিছু তৃণমূলের এজেন্টদের কাটমানি খাইয়ে দেওয়ার উৎসব।
এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সহায়তা চাই, সাংসদের সহায়তা চাই এবং বিধায়কের সহায়তা চাই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে ডাকা হয়নি। আগেও ডাকা হয়নি। কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতকেও এক্ষেত্রে ডাকা হয়নি। শ্রীকান্ত মাহাত, যারা চুরি করেছিলেন তাদের বিরুদ্ধে সাহস দেখিয়েছিলেন বলেই হয়তো ডাক পাননি। এর বিরুদ্ধে যদি তৃণমূলের লোকেরা কোনো প্রশ্ন তুলে, তাদেরকে এক ঘরে করে দেওয়া হবে।
আরও পড়ুন : ফোন-পে ওয়ালেট আপডেটের নামে প্রায় এক লক্ষ টাকা প্রতারণা, মেদিনীপুরে পুলিশের সাইবার দপ্তরে অভিযোগ দায়ের
আরও পড়ুন : মকর সংক্রান্তিতে তুলসী চারার মেলায় পুণ্য স্নান কয়েক হাজার পুন্যার্থীর
জঙ্গলমহলের এই উৎসবে সাধারণ মানুষের কোন লাভ হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সাংসদকে ডাকা হচ্ছে না এটা অত্যন্ত অভদ্রতা।” জঙ্গলমহল উৎসবের আমন্ত্রণ পত্রে মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র নাম না থাকা নিয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি জানান, “শ্রীকান্ত আশাহত হবে সেটা আমি বিশ্বাস করি না। ও দলের বিরুদ্ধে মুখ খুলেছিল বলেই ওর নাম নেই সেটাও আমি বিশ্বাস করি না। এটা একটা ভুল হতে পারে।তবে জেলা থেকে যে আমন্ত্রণ পত্র ছাপা হয়েছে তাতে নাম আছে শ্রীকান্ত’র।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jangalmahal Utasav 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper