Deputation
আরও পড়ুন ঃ–নাড়াজোলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
পত্রিকা প্রতিনিধিঃ ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলি জেলার আরামবাগ সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল খাঁ’র বিরুদ্ধে দলিতদের অপমান করার অভিযোগ এনে ঝাড়গ্রাম জেলা বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
এদিন বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জেলাশাসক এর মধ্যে মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল খাঁ ভিক্ষুক বলে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস দলিতদের তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করছে। সেই সঙ্গে দলিতদের অপমান করছে। তাই সুজাতা মন্ডল যেভাবে অপমানজনক কথা দলিতদের বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেই মর্মে বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অবনী ঘোষ এর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সদস্য গন বুধবার ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্যেশে স্মারকলিপি জমা দেন।
অপরদিকে অনগ্রসর সম্প্রদায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য ও সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে এবং তারই প্রতিবাদে ও তৃণমূল নেত্রী সুজাতা খাঁ এর গ্রেপ্তারের দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের বাইরে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। এদিনের কর্মসূচি থেকে সুজাতা খাঁ এর গ্রেপ্তারের দাবিতে জেলাশাসককে একটি দাবিপত্র তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন তেওয়ারী, জেলার সহ সভাপতি অরূপ দাস, রাজ্য যুব মোর্চার নেতা আশীর্বাদ ভৌমিক, দুই সাধারণ সম্পাদক শংকর গুছাইত ও তপন ভূঁইয়া সহ অন্যান্যরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Deputation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore