Death by elephant
আরও পড়ুন ঃ–পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পাঁচ কোটি ম্যানগ্রোভ রোপনের সূচনা হল
পত্রিকা প্রতিনিধি: হাতি দেখতে গিয়ে মৃত্যু হল কলকাতা (Kolkata) থেকে আসা এক পর্যটকের। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) লোধাশুলির (Lodhasuli) কেঁউদীশোল (Keudisole Jungle) এর জঙ্গলে। জানা গিয়েছে, সোমবার কলকাতা থেকে আগত ৩ পর্যটক হাতি দেখার জন্য গভীর জঙ্গলে ঢুকে পড়েন ।সেখানে দলমার দাঁতালের মুখোমুখি পড়ে যান ৩ যুবক। ২ জন পালাতে সক্ষম হলেও দানিশ আগরওয়াল (৪০) নামে এক যুবক হাতির সামনে পড়ে যান। ঘটনাস্থলেই হাতি (Elephant) থেঁতলে দেয় যুবককে। তিনি কলকাতার রিপন স্ট্রিটের (Ripon Street) বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, কেঁউদীসোল জঙ্গলে ১০ টি দাঁতাল হাতি রয়েছে। তিন বন্ধু জঙ্গলের ভিতরে ঢুকে হাতি দেখতে গিয়েছিল। সেই সময় হাতির দল তাদের তাড়া করে।তখনই একজন হাতির সামনে চলে এলে আছাড় মারার ফলে তার মৃত্যু হয়। যার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ কে ঘিরে রেখে বিক্ষোভ দেখান ।হাতির হামলার ঘটনা নতুন নয়। প্রতিদিন ঝাড়গ্রামে হাতির হামলার ঘটনা ঘটছে।সেইসঙ্গে প্রাণহানির ঘটনাও ঘটছে। তা সত্ত্বেও বনদপ্তর সম্পূর্ণ উদাসীন বলে স্থানীয় বাসিন্দারা জানান। হাতির হামলায় এক পর্যটক এর মৃত্যুর ঘটনা রীতিমতো ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম (Jhargram police) থানার বিশাল পুলিশবাহিনী।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Death by elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore