Student protest
আরও পড়ুন ঃ–উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য, মেদিনীপুর শহরে পরীক্ষার্থীদের বিক্ষোভ সংসদ ও স্কুলের সামনে
পত্রিকা প্রতিনিধি: বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে । ফলাফল প্রকাশের পর থেকেই আশানুরুপ ফল না হওয়ায় ছাত্র ছাত্রীদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়। করোনা পরিস্থিতির জন্য এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। একাদশ শ্রেণির পরীক্ষার নম্বরের ভিত্তিতে রেজাল্ট ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল ঘোষণার পর বিভিন্ন বিদ্যালয়ের অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকরা বিভিন্ন জায়গায় বিদ্যালয়ে গিয়ে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তেমনি পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় জেলায় জেলায়।
শনিবার সকাল থেকে ঝাড়গ্রাম ব্লকের সেবায়তন বিদ্যালয় এর অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীরা সেবায়তন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। যার ফলে ঝাড়গ্রাম- মেদিনীপুর বাস রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে ঝাড়্গ্রাম থানার পুলিশ। সেবায়তন বিদ্যালয় এর ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। এবং অনুত্তীর্ণ ৩০ জন ছাত্র-ছাত্রী। অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বক্তব্য, আমাদের কম নম্বর দেওয়ায় আমরা ফেল করেছি। কেউ তো পরীক্ষা দেয়নি। সবাই যদি পাশ করে তবে আমরা কেন ফেল করলাম ।তাই তাদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ছাত্র ছাত্রীরা। ঝাড়্গ্রাম থানার পুলিশ অবরোধকারী ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু পুলিশের কথা না মেনে ছাত্রছাত্রীরা রাস্তার উপর বসে পথ অবরোধ করে ।যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Student protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore