Home » ঝাড়গ্রাম জেলার একটি পুরসভা সহ ২১ টি এলাকাকে ঘিরে ঘোষণা হল কনটেইনমেন্ট জোন

ঝাড়গ্রাম জেলার একটি পুরসভা সহ ২১ টি এলাকাকে ঘিরে ঘোষণা হল কনটেইনমেন্ট জোন

by Biplabi Sabyasachi
0 comments

আরও পড়ুন ঃমঞ্চে উঠে অভিষেককে চড় মারা দেবাশিসের রহস্যজনক মৃত্যু

পত্রিকা প্রতিনিধিঃ করোনা গ্রাফ (Covid Graph) অনেকটাই নেমেছে । তবু সতর্ক এবং সাবধানতার সঙ্গেই প্রতিটি পদক্ষেপ ফেলতে চাইছে প্রশাসন।একেবারেই ঢিলেঢালা নয় ।সংক্রমণে গ্রাফ আরও নামাতেই এবারে জেলাওয়ারি কনটেইনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করা হলে।

কনটেইনমেন্ট জোন (Containment ZOne) গুলিতে আরও বেশি কড়াকড়ি করবে প্রশাসন। বাড়ানো হবে নজরদারি ।গতবার করোনার প্রথম ঢেউয়ের শুরুতে কনটেইনমেন্ট জোন চালু ছিল । এবারে ফের কনটেইনমেন্ট জোনের পথে হাঁটছে প্রশাসন। আগামী ১৯ জুন থেকে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেশ কয়েকটি এলাকায় কড়া বিধি নিষেধ জারি থাকবে। নজরদারি বাড়ানো হবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্রে ।

নিজস্ব চিত্র

আগামী ১৯ জুন থেকে ঝাড়গ্রাম জেলার ২১ টি এলাকাকে ঘিরে তৈরী হবে কনটেইনমেন্ট জোন। চিহ্নিত এলাকাগুলি হল ঝাড়গ্রাম পুরসভার (Jhargram Munuicipality) ১০ নম্বর ওয়ার্ড ও জেলার মানিকপাড়া (Manikpara), লোধাশুলি (Lodhasuli) ও শালবনী (salboni) । এছাড়াও রয়েছে জামবনির (Jamboni) গিধনী (Gidhni) , গোপীবল্লভপুর-১ (Gopiballvaur-1), গোপীবল্লভপুর ব্লকের তপসিয়া (Tapsia), নোটা (Nota), চোরচিতা (chorchita) , কুলিয়ানা (Kuliana) ও বেলিয়াবেড়া (beliaberah)। সাঁকরাইল (sankrail) ব্লকের রোহিনী (rohini) , নয়াগ্রাম (nayagram) ব্লকের খড়িকামাথানি (kharikamathani) , নয়াগ্রাম (nayagram) , বিনপুর ১ (Binpur-1) ব্লকের লালগড় (lalgarh) , রামগড়(Ramgarh) ,দহিজুড়ি (dahijuri) ও বিনপুর ২ (binpur-2 block) ব্লকের বেলপাহাড়ী (belpahari) ও ভেলাইডিহা (bhealidiha)এলাকা।

বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুলিশের (jhargram Police) তরফে চিহ্নিত কনটেইনমেন্ট এলাকাগুলিতে মাইকিং করা হয়। জানানো হয়, আগামী ১৯ জুন থেকে কনটেইনমেন্ট জোন বা গন্ডিবদ্ধ এলাকাগুলিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না।শুধু তাই নয় এই সমস্ত এলাকা থেকে কেউ বাইরে যেতে পারবেন না ।শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত বা জরুরীকালীন প্রয়োজনে থাকবে ছাড়। বিভিন্ন দোকানপাঠ খোলা থাকবে প্রশাসনের নিয়ম অনুযায়ী। দোকানে এক জন ব্যাক্তির অধিক প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয় পুলিশের তরফে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Containment Zone

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.