Home » জাতীয় তানসুডু ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৩ টি সোনা ও ২ টি ব্রোঞ্জ পদক জয় ঝাড়গ্রামের

জাতীয় তানসুডু ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৩ টি সোনা ও ২ টি ব্রোঞ্জ পদক জয় ঝাড়গ্রামের

by Biplabi Sabyasachi
0 comments

Karate Championship

আরও পড়ুন ঃঅরণ্য সপ্তাহে তিন লক্ষ চারা বরাদ্দ মেদিনীপুরবাসীর জন্য

পত্রিকা প্রতিনিধি: দ্বিতীয়তম জাতীয় তানসুডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ঝাড়গ্রামের (Jhargram) প্রতিযোগিরা তিনটি গোল্ড (Gold) ও দুটি ব্রোঞ্জ (Bronze) পদক পেয়েছে। অনূর্দ্ধ ১১ বিভাগে সারা রাজ্যে একমাত্র সোনা জিতল ঝাড়গ্রামের (Jhargram) ঋষিতা গিরি ।

আরও পড়ুন ঃভগবানপুরে ভুয়ো চিকিৎসক সহ ৪ জন গ্ৰেফতার

নিজস্ব চিত্র

করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস তানসুডু চ্যাম্পিয়নশিপ (Virtual National Games Tangsudo Championship) -২০২১ প্রতিযোগিতা আসামে (Assam) অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ জুন। ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী প্রতিযোগী দের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট সাতজন প্রতিযোগী পদক জয় লাভ করে। তারমধ্যে জঙ্গল মহলের ১৬ জন প্রতিযোগীর মধ্যে ৫ জন রয়েছে । জঙ্গলমহলের পাঁচজনের মধ্যে উজ্জ্বল দোলই(১৯)ও সুমন ভকত (১৯)এবং ঋষিতা গিরি(৯) স্বর্ণ পদক জয় লাভ করেছে।রুদ্র প্রতাপ সিং (১৬)ও দীপাংশু মন্ডল (১১) ব্রোঞ্জ পদক পেয়েছে। এরা সকলেই ঝাড়গ্রামের বাসিন্দা।

Advertisement

জানা গিয়েছে এই প্রতিযোগিতায় সারা দেশের ৬০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল ।সংস্কার সম্পাদক শংকর থাপা বলেন, ” করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস প্রতিযোগিতা ঝাড়গ্রাম এর ছেলেমেয়েরা ভালো ফল করেছে। রাজ্যে মোট সাতজন পুরস্কার পেয়েছে তার মধ্যে জঙ্গলমহলের রয়েছে পাঁচজন।” জঙ্গল মহলের ছেলে ও মেয়েরা আগামী দিনে আরো ভালো কল করবে বলে তিনি আশা করেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Karate Championship

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.