0
পত্রিকা প্রতিনিধি:ফের ভাঙন শাসক দল তৃণমূল কংগ্রেসের। ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত। সোমবার গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি গ্রামে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। তাদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম লোকসভা সংসদ কুনার হেম্ররম ও ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি। পাশাপাশি গোপীবল্লভপুর ২ নং ব্লকের বিভিন্ন অঞ্চলের দিন আনে দিন খায় খেটে খাওয়া মানুষদের অভাব-অভিযোগের কথা শুনলে সংসদ কোনার হেম্ররম। এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি।