0
পত্রিকা প্রতিনিধি : হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ঝাড়গ্ৰাম জেলায়। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিন প্রকাশ করা হয়। সেই বুলেটিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৫ জন। বিয়ে শেষ হবার পরেই পাত্র জানতে পারল যে সে কোভিড আক্রান্ত। বাড়ি জামবনী ব্লকের শালপাতড়া গ্রামে। চার আগস্ট গুজরাত থেকে ফেরে। সোমবার নমুনা পরীক্ষা হয়।কাল রাতে পজেটিভ রিপোর্ট আসে ।এদিন দুপুরে জামবনি ব্লকের হিজলিতে বিয়ে ছিল।বিয়ে সম্পন্ন হয়ে যাবার পরে সে জানতে পারে যে সে করোনা পজিটিভ।এরপরেই তাকে সেফ হোমে পাঠায় প্রশাসন।পাত্রীর ঠাই হয়েছে শ্বশুরবাড়ীতে।