পত্রিকা প্রতিনিধি : অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত পাঁচ দিন ধরে যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে ঝাড়গ্রাম শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তার উপর ঝাড়গ্রাম করোণা হাসপাতালে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিছু দিন আগে ওই মহিলা করোনার উপসর্গ নিয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কি কারণে এই মৃত্যু এখনো জানা যায় নি। এমনকি রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশ করা হয় তাতেও করোনায় মৃত্যুর কথা উল্লেখ নেই। যা নিয়ে ঝাড়গ্রাম শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “মৃত্যু নিয়ে আমার কিছুই বলার নেই, যা বলার রাজ্য দপ্তর থেকে বুলেটিনে জানানো হবে “
0
previous post