পত্রিকা প্রতিনিধি:সুপার সাইক্লোন উমপুনের তান্ডবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাটি থেকে উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা। বাদ পড়েনি ঝাড়গ্রাম জেলা। সাইক্লোনের দাপটে প্রচণ্ড ঝড়ো বাতাসে গাছপালা উপড়ে গেছে। এমনকি ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিতে বহু পাখির বাসা মাটিতে মিশে গেছে। ফলে পাখিরা আর গান গায় না। মিষ্টি সুরে ঘুম
ভাঙানির পাঠ দেয় না। গাছে গাছে কই তাদের সংসার তো আর চোখে পড়ে না। অভিমানে মুখ ফিরিয়ে যে! সেই অভিমানীদের ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের স্বেচ্ছাসেবী সংস্থা স্মাইল কেয়ার ফাউন্ডেশন। ঘূর্ণিঝড় আমফানের দাপটে হারিয়ে যাওয়া পাখির বাসা ফিরিয়ে দিল নয়াগ্রামের সেচ্ছাসেবী সংস্থা স্মাইল কেয়ার ফাউন্ডেশনের সদস্যরা। এদিন প্রায় ৩০টি কৃত্রিম পাখির বাসা কমলা পুকুরিয়া এলাকার বিভিন্ন গাছে
ঝুলিয়ে দেন ক্লাবের সদস্যরা। এছাড়াও সুপার সাইক্লোন এর দাপটে বহু গাছ মাটিতে লুটিয়ে পড়েছে তারই জেরে ক্লাবের সদস্যরা বেশ কিছু গাছও লাগান। ক্লাবের সদস্য মৃন্ময় সাউ, দীপক মান্না, লাল্টু বেরা জানান, বর্ষাকালে গাছে থাকা পাখিদের বাসা জলে এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। ফলে বহু পাখির বাচ্চা নষ্ট হয়ে যায়। ছোট ছোট পাখিদের কোন অসুবিধা না হয় তারই জেরে আমরা কৃত্রিম পাখির বাসা গাছে ঝুলিয়ে দিয়েছি। পাখিপ্রেমি ক্লাবের সদস্যদের এই অভিনব উদ্যোগ কে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে।