0
মে থেকে বাস চালানোর নির্দেশ দেওয়া হয় ।
পত্রিকা প্রতিনিধি :আগামী ২৭ মে থেকে শুরু হচ্ছে জেলায় বাস চলাচল। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বাস চলাচলে নেওয়া যাবে না কোনরকম বাড়তি ভাড়া ,পূর্বের নির্ধারিত ভাড়া অনু্যায়ী চালাতে হবে বাস।বাস চালানোর ক্ষেত্রে আর টি এ-র অনুমতি প্রয়োজন ।পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে এলে বাস ভাড়া নেওয়া হতে পারে ,জানানো হয়েছে রাজ্যের পরিবহন দপ্তর এর পক্ষ থেকে।বাস চলাচলের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে সামাজিক দূরত্ব ।
রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রীন জোনের বাস মালিকেরা সবুজ সংকেত পেলেও বাস চালানোর ক্ষেত্রে তারা রাজি হননি ।মাত্র কুড়ি জন যাত্রী নিয়ে বাস চলাচল করলে ক্ষতির মুখে পড়বে তারা , এই আশঙ্কায় কার্যত বন্ধ ছিল জেলায় বাস চলাচল । রাজ্য পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৭