Home » Innovative Initiative : পশ্চিম মেদিনীপুরে স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ! দুয়ারে দুয়ারে ঘুরলেন পড়ুয়‍া ও শিক্ষকরা

Innovative Initiative : পশ্চিম মেদিনীপুরে স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ! দুয়ারে দুয়ারে ঘুরলেন পড়ুয়‍া ও শিক্ষকরা

by Biplabi Sabyasachi
0 comments

Innovative initiative to decrease school dropouts in Paschim Medinipur ! Students and teachers went door to door.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্কুলছুটদের স্কুলে ফেরাতে দুয়ারে দুয়ারে ঘুরলেন ঘাটালের দেশবন্ধু শিক্ষানিকেতনের শিক্ষকরা। শিক্ষকদের সাথে স্কুলছুটদের স্কুলে আনতে দলবেঁধে অংশ নিল ওই স্কুলেরই বন্ধমহল ও কন্যাশ্রী ক্লাবের ছাত্র-ছাত্রীরা। জানা গেছে, দেয়ানচক দেশবন্ধু শিক্ষানিকেতনে বর্তমানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা ১২৬জন। চলতি পাঠক্রমে ১৩ জন ছাত্র-ছাত্রী স্কুলে ভর্তি হলেও তারা অনুপস্থিত।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Innovative Initiative
নিজস্ব চিত্র

কোথায় গেল ওই সকল ছাত্রছাত্রীরা? সেই পড়ুয়াদের খোঁজে এবার দুয়ারে দুয়ারে হাজির স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক রমেশ দোলই বলেন, কয়েকদিন আগে থেকেই এই কাজ তাঁরা করে চলেছেন। কয়েকজনকে স্কুলে ফেরানো সম্ভব হয়েছে। যারা বেশ কিছু দিন ধরে স্কুলে আসছে না তাদের প্রত্যেকেরই বাড়িতে যাওয়া হচ্ছে। বিভিন্ন কারণে তারা স্কুলে আসছে না। ঘাটাল ব্লক প্রশাসন ও উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুলছুটদের স্কুলমুখী করার চেষ্টা চলছে।

Innovative Initiative

আরও পড়ুন : শহরে টোটোর ধাক্কায় গুরুতর জখম একব্যক্তি, বেপরোয়া চলাচলে ক্ষুব্ধ শহরবাসী

প্রসঙ্গত,ঘাটালের বিভিন্ন স্কুলের অনুপস্থিত ছাত্র- ছাত্রীদের স্কুলে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঘাটাল ব্লক প্রশাসন ও জনশিক্ষা প্রসার আধিকারিক। ইতিমধ্যেই প্রত্যেক স্কুলকে স্কুলছুট পড়ুয়াদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে ঘাটাল ব্লকের জনশিক্ষা প্রসার আধিকারিক বিভাষ সামন্ত বলেন, স্কুলছুটদের তালিকা হাতে এলেই প্রত্যেক স্কুলছুট পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তাদের স্কুলে ফেরানো হবে। প্রত্যেককে উচ্চ শিক্ষার আলোয় আনতেই এই বিশেষ প্রয়াস।

আরও পড়ুন : মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু, পুনর্বাসনের দাবি

আরও পড়ুন : স্বাস্থ্যসাথী কার্ডে বৃদ্ধের বিশালাকার টিউমারের জটিল অপারেশন চন্ডীপুর মাল্টিস্পেশালিটি হাসপাতালে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Innovative Initiative

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.