Home » মেদিনীপুরবাসীর জন্য প্রতিদিন তিন কোটি লিটার পানীয় জল সরবরাহের উদ্যোগ

মেদিনীপুরবাসীর জন্য প্রতিদিন তিন কোটি লিটার পানীয় জল সরবরাহের উদ্যোগ

by Biplabi Sabyasachi
0 comments

Drinking water

আরও পড়ুন ঃনিরুদ্দেশ বিজেপির বিধায়ক হিরণ, খড়গপুরে পোস্টারে ছয়লাপ

পত্রিকা প্রতিনিধি: তিন কোটি লিটার পানীয় জল প্রতিদিন সরবরাহ হবে মেদিনীপুর শহরে দুই লক্ষাধিক মানুষের জন্য। শহরবাসীর দীর্ঘদিনের দাবি পরিশ্রুত পানীয় জলের।

গরম পড়লেই পানীয় জলের হাহাকার দেখা যেত। অবরোধ বিক্ষোভেও সামিল হয়েছেন শহরবাসী। ২০১৬ সাল থেকে শুরু হওয়া প্রকল্পের প্রধান পরিশ্রুতকরণের হাবের শিলান্যাস হলো শুক্রবার। মেদিনীপুর শহরের গান্ধীঘাট এলাকাতে প্রকল্পের উদ্বোধন করেন জেলা শাসক রশ্মি কমল। ছিলেন, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়া, দীনেন রায় সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জেলা শাসক জানান, বিভিন্ন লোকজন দ্বারা দখল হয়ে যাওয়া প্রায় চার একর জমি উদ্ধার করে তার ওপর এই শোধনাগার তৈরি হবে। আগামী ৫ বছর ধরে তৈরির কাজ চলবে। এই জল শুরু হলে শহরের বহু সমস্যার সমাধান হবে। প্রতি ২২ ঘণ্টায় তিন কোটি লিটার জল সরবরাহ করবে এই প্রকল্প।

নিজস্ব চিত্র

কংসাবতী নদী থেকে পাম্পের মাধ্যমে শহরে জল সরবরাহ করা হতো। যা পরিশ্রুত নয় বলেই জানান, প্রাক্তন কাউন্সিলার সৌমেন খান। এবার সেই পদ্ধতিকে উন্নত করার লক্ষ্যে অম্রুত প্রকল্পের সাহায্য নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এর সহযোগিতায় “অটল মিশন ফর রেজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফর্মেশন (অম্রুত) প্রকল্পের প্রায় দুশো কোটি আর্থিক অনুদানে এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সাল থেকে। মেদিনীপুর পৌর এলাকায় ইতিমধ্যে দশটি জল ট্যাঙ্ক তৈরি হয়েছে। প্রায় ৩৫০ কিলোমিটার পাইপ লাইন দ্বারা এই ট্যাংক গুলোকে সংযুক্ত করা হবে বলে জানান মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দীনেন রায়। তবে পুরো প্রকল্পটির হাতে ফল পেতে সময় লাগবে প্রায় পাঁচ বছর। দায়িত্বে থাকা আধিকারিকদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Drinking water

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.