ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতির হানায় ভাঙল বাড়ি। ভাঙা দেওয়ালের মাটি চাপা পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধা। তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। ওই বৃদ্ধার নাম মালতী হাঁসদা (৬৫)। ঘটনাটি শালবনীর পাড়ুরাইমা এলাকায়।
চাষীরা জমি থেকে সমস্ত ধান বাড়িতে তুলে নিতেই বাড়ি গিয়ে খাবারের খোঁজে হামলা দাঁতালের। সম্প্রতি চাঁদড়া রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই হাতির হানায় বাড়ি ভাঙার ঘটনা ঘটছে। বন দফতর থেকে জানা গিয়েছে, দলছুট একটি দাঁতাল হাতির হানায় বাড়ি ভাঙছে।
বুধবার রাতে পাড়ুরাইমা এলাকায় একটি বাড়িতে খাবারের খোঁজে মাটির দেওয়াল ভেঙে ফেলে। ভেতরে শুয়েছিলেন বৃদ্ধা মালতী হাঁসদা। দেওয়াল চাপা পড়লে তিনি চিৎকার করেন। স্থানীয়রা বুঝতে পেরে হাতিটিকে অন্যত্র সরিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন।
কোনোরকমে বেঁচে যান হাতির থেকে। খবর যায় চাঁদড়া রেঞ্জে। বনকর্মী এসে তাকে নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করেন। কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।