Home » ভোট বড় বালাই! মেদিনীপুর শহরে ওয়ার্ডের জমা জল বের করতে প্রতিযোগিতা সম্ভাব্য দুই প্রার্থীর, খুশি এলাকাবাসী

ভোট বড় বালাই! মেদিনীপুর শহরে ওয়ার্ডের জমা জল বের করতে প্রতিযোগিতা সম্ভাব্য দুই প্রার্থীর, খুশি এলাকাবাসী

by Biplabi Sabyasachi
0 comments

Medinipur town

আরও পড়ুন ঃবন্যায় ভাসছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লক, সরেজমিনে ঘুরে দেখলেন জেলাশাসক

অরুপ নন্দী : প্রবল বর্ষণে (Heavy Rain) মেদিনীপুর শহরের (Medinipur) বিভিন্ন ওয়ার্ড (Wards) জলমগ্ন। শুক্রবারও দেখা গেল বাড়ির মধ্যে জল। পানীয় জলের পাশাপাশি খাবারের চিন্তা। শহরের ৯ নং ওয়ার্ডের ধর্মা(Dharma) , বিবেকানন্দনগর (Vivekanandanagar) , লালদিঘি (Laldighi), গোলকুয়ার (GolkuaChawk) , মুন্সিপুকুর (Munsipukur) পাড় সহ বিভিন্ন এলাকার বাড়িগুলিতে ঢুকে পড়েছে জল। জলের তলায় রাস্তা।

ছবি- অরুপ নন্দী

এই পরিস্থিতিতে মানুষের সুদৃষ্টি পেতে লোকজনকে উদ্ধারের প্রতিযোগিতা মেদিনীপুর শহরের গোলকুঁয়াচকের মুন্সিপুকুর পাড় এলাকায়। ওই এলাকার একটি পুকুরের জল বেড়ে বাড়িতে ঢুকে পড়ে। বসতির বাসিন্দাদের উদ্ধার করতে চারটি পাম্প (Pump) নিয়ে দৌড় আসন্ন মেদিনীপুর পৌরসভার দুই সম্ভাব্য প্রার্থীর (Imposing Candidates) । পুকুরের দুই প্রান্তে চারটি পাম্প বসিয়ে মানুষকে উদ্ধারের প্রতিযোগিতা (Rescue Competition) দেখা গেল দিনভর৷ কে কতো জনজরদি (Compassion) তার প্রতিযোগিতা দেখে হাসছেন অনেকেই। আবার অনেকে খুশি। তৃণমূলের (TMC) সৌরভ বসু (Sourav Basu) ও নির্দলের (Independent) অনয় মাইতি (Anoy Maity) এই দুই সম্ভাব্য প্রার্থীর (Candidate) সকাল থেকে দৌড় ঝাঁপ ছিল দেখার মতো।

ছবি- অরুপ নন্দী

মেদিনীপুর পৌরসভার (Medinipur Municipality0 ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপুকুর এলাকার পুরোনো পুকুরটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয় নি। আবর্জনা ভাসছে পুকুরের জলে। নেই কোনো নিকাশী (Sewage) ব্যবস্থা ৷ ফলে দু’দিন ধরে প্রবল বর্ষণের কারণে জল জমে গিয়ে পাড়ে থাকা বসতির বহু পাকা বাড়িতে জল ঢুকেছে ৷ শহরের অন্যান্য ওয়ার্ডে জল ঢুকলেও শুক্রবার তা নামতে শুরু করেছিল ৷ কিন্তু এই মুন্সীপুকুরে উল্টো চিত্র ৷ বহু বাড়ির ভেতরে হাঁটু সমান জল। তবে আগে এমন হলেও কাউকেই দেখা যায় নি বলে অভিযোগ স্থানীয়দের৷ কিন্তু এবার উল্টো চিত্র। কারণ সামনে মেদিনীপুর পৌরসভা নির্বাচন (Medinipur Municipality Election) আসছে। যদিও পৌর নির্বাচন আসছে বলে মানুষের পাশে দাঁড়িয়েছি এই বক্তব্য মানতে নারাজ সৌরভ বসু ও অনয় মাইতি দু’জনেই। সৌরভ হল তৃণমূলের ওয়ার্ড সভাপতি। অনয় ৯ নং ওয়ার্ড উন্নয়ন সমিতির নেতা৷ দুজনেই সামনের পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ৷ এলাকার ব্যবসায়ী অনয় ইতিপূর্বে পৌর নির্বাচনে লড়েও হেরেছেন৷ ফের প্রস্তুতি রয়েছে তার। এদিন সকালে দুর্গত পরিবারগুলির হাতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেন। অনয় মাইতি বলেন, ‘২০০৮ সাল থেকে মানুষের জন্য কাজ করছি। এলাকার মানুষ জানেন আমি সর্বদা পাশে রয়েছি।’ তবে কটাক্ষ করতে ছাড়ে নি সৌরভ বসু। তিনি বলেন, ‘ভোট এলে অনেক পরিযায়ীদের দেখা যায়। ভোট ফুরোলে দেখা যাবে না। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে।’ দু’জনের প্রতিযোগিতা যাই থাকুক এতে লাভ দেখছেন স্থানীয়রা। কারণ অন্য সময় যেখানে কাউকেই পাওয়া যেতো না, এখন দুজনেই পাশে থাকার প্রতিযোগিতা শুরু করেছে৷ স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা খায়রুন বিবি বলেন, এই পুকুরে কোনো নিকাশী নেই। কেউই কোনো ব্যবস্থা করেনি এতোদিন। তবে এখন করছে এটা আমাদের জন্য ভালো।পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনয় মাইতি। তিনি বলেন, পৌরসভার কাউন্সিলার এতোদিন কোনো ব্যবস্থা নেয়নি সমস্যা সমাধানের। নেই কোনো নালা। পুকুরও সংস্কারও হয়নি। যার দুর্ভোগ ভুগতে হচ্ছে বাসিন্দাদের। এবারে পৌর নির্বাচনে মানুষ তার জবাব দেবেন। তিনি জানান, এবারে নির্বাচনে তিনি লড়বেন। তবে সৌরভ বসু প্রার্থী হবে কিনা তা নির্ভর করছে দলের উপর। তিনি বলেন, আমি আগেও ছিলাম, পরেও থাকবো। মানুষের হয়ে কাজ করছি। ভোটে দাঁড়ানোর বিষয়টা দলের সিদ্ধান্ত অনুযায়ী।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Medinipur town

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.