Home » ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব

ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব

by Biplabi Sabyasachi
0 comments

Flood

আরও পড়ুন ঃ পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির

পত্রিকা প্রতিনিধিঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১ সপ্তাহের টানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলার ঘাটাল(Ghatal) শহর । আর সেই ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঝাড়গ্রাম(Jhargram) থেকে হেলিকপ্টারে ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরপর তিনি ঘাটালের অনুকূল ঠাকুরের আশ্রম পরিদর্শন করেন।বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।পাশাপাশিবানভাসি এলাকার সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন তিনি। প্রশাসনের আধিকারিকদের থেকে এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra), ঘাটালের সাংসদ দীপক অধিকারী(Dev), মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া(Jun Malia), প্রাক্তন পুলিশকর্তা তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হুমায়ুন কবীর(Humayun Kabir)জেলা শাসক রশ্মি কোমল(Rashmi komal) , জেলা পুলিশ সুপার দীনেশ কুমার(Dinesh Kumar) সহ অন‍্যান‍্য প্রশাসনিক আধিকারিকরা। 

Rich results in Google SERP when searching for "Flood"
নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ সরকারী শূণ্যপদে নিয়োগের দাবিতে মিছিল পশ্চিম মেদিনীপুরের বেলদায়

এদিন পরিস্থিতি ক্ষতিমে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল ছাড়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। পরবর্তীকালে ভাবনাচিন্তা করে তারপর যাতে জল ছাড়া হয় সেবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন।  একে ‘ম্যান মেড’ (Man Maid Flood)বন্যা হিসেবেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের পরিকল্পনা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ করেন। এ প্রসঙ্গে দলের সাংসদদের নির্দেশ দেন, দিল্লি গিয়ে যেন কেন্দ্রকে এ বিষয়ে চাপ দেওয়া হয়। এছাড়া কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী নিজে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করে তা কেন্দ্রের কাছে পাঠাবেন বলেও জানান। তাছাড়া নিজেও আলাদা করে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কেন্দ্রকে আবেদন জানাবেন তিনি। 

আরও পড়ুন ঃ “কর্পোরেট ভারত ছাড়ো” স্লোগান তুলে কৃষক সংগঠনগুলির বিক্ষোভ মেদিনীপুরে

প্রসঙ্গত, টানা বৃষ্টিতে জলের তলায় ডুবে গিয়েছে অধিকাংশ গ্রাম। ঘাটাল পুরসভার(Ghatal Municipality) অন্তর্গত ১৭ টি ওয়ার্ডে জমেছে জল। জমা জলে বাড়ছে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক। এর পাশাপাশি দেখা দিচ্ছে পানীয় জলের তীব্র সঙ্কট। 

Advertisement

আরও পড়ুন ঃ আজকের পত্রিকা – ১০ আগষ্ট ২০২১, বাঃ – ২৪ শ্রাবণ ১৪২৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Flood

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.