Home » বেলদায় ব্যক্তির মৃত্যুর পর করোনা রিপোর্ট এলপজিটিভ, এলাকায় আতঙ্ক

বেলদায় ব্যক্তির মৃত্যুর পর করোনা রিপোর্ট এলপজিটিভ, এলাকায় আতঙ্ক

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু  হল এক করোনা আক্রান্তের।কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন পঞ্চাশ বছর বয়সী বেলদার এক ব্যক্তি।শুক্রবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরুর হলে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনে পরিবারের লোকজন। belda corona news, belda corona news, latest bengali news, medinipur news, biplabi sabyasachi news

হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু  হল ব্যক্তির, ছবি – রঞ্জন চন্দ

হাসপাতালের বাইরে রেখেই চলে প্রাথমিক চিকিৎসা।সন্দেহ হতে করোনা পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ।সেখানে অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসার আগে মৃত্যু  হয় ওই প্রৌঢ়ের।এই নিয়ে ফের শোরগোল পড়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে।জানা গিয়েছে দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু  হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালের এক গ্রুপ ডি কর্মীর।পাশাপাশি নারায়ণগড় ব্লকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু  হয়েছিল অপর এক বৃদ্ধের।

ফের ওই ব্যক্তির মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়াল তিন এ।জানা গিয়েছে ওই ব্যবসায়ী বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন।পরিবার সুত্রে জানা গিয়েছে-“কয়েকদিন ধরে বাড়িতে রেখে একটি স্থানীয় চিকিৎসক কে দিয়ে চিকিৎসা চলছিল।ওই চিকিৎসক অভয় দিলেও অবস্থার অবনতি হতেই তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে আনা হয়।সেখানে বাইরে রেখে চিকিৎসা শুরু হলেও করোনা টেস্ট হলে পজিটিভ আসে।”

ছবি – রঞ্জন চন্দ


স্বাস্থ্য দপ্তর জানিয়েছে-“শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের বহির্বিভাগে দেখাতে আসে।সন্দেহ হওয়াতে রিপোর্ট করা হলে পজিটিভ আসার আগে মৃত্যু  হয়।এখন নিয়ম অনুযায়ী দেহ পরিবারের লোক পাবেনা।”অপরদিকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খড়্গপুর হাসপাতালে পাঠানোর তোড়জোর শুর হয়েছে।করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.