ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তৃণমূল ও বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে। সামাল দিল দলের নেতারাই। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শহরের পঞ্চুরচক এলাকায়। ওই সময় বিজেপির পথসভা চলছিল। তাতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দিলীপ ঘোষ। ঠিক একই সময় রাস্তা দিয়ে বাইক মিছিল করে জুন মালিয়া-র সমর্থনে তৃণমূল কর্মী সমর্থকরা। একই স্থানে দুই দলের কর্মী সমর্থকদের স্লোগানে উত্তেজনা বাড়ে। তাতে চটে গিয়েছেন দিলীপ ঘোষ। যদিও পরিস্থিতি সামাল দিয়েছেন দুই দলের নেতারাই। পরে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা চেঁচামেচি করছে তারা যেন বাড়িতে বলে আসে নামটা কেটে দেয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এসব পকেট মার, গুন্ডাদের ভয় পায় না। কানের নিচে দু থাপ্পড় মারলে সাতদিন শুনতে পাবে না। আগে প্রার্থী ঘোষণা হোক তারপর লড়াই হবে। আমরা চুলকালে কিন্তু ঘা শুকোতে দেব না, যায় মলম লাগাও। আমরা আজকে এসেছি সভা করতে, তোমরা যদি মনে করো চিৎকার চেঁচামেচি করে, মাইক দিয়ে ডিস্টার্ব করবে, আমরাও ওষুধ জানি। দিলীপ ঘোষকে ওসব শিখিও না। অনেক অনেক কুকুরকে মুগুর দিয়ে সিধা করে দিয়েছি। কোন কুকুরের কোন মুগুর দিলীপ ঘোষ জানে। আমাকে শেখাতে এসো না। রাজনীতির লড়াইটা রাজনৈতিকভাবে কর, না হলে যেখানে সেখানে সন্দেশখালি হবে। সন্দেশখালির জায়গায় নন্দীগ্রামও হতে পারে।
আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে
আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর
Dilip Ghosh
দ্বিতীয়বার যদি এরকম হয়, কোনো বাইক পার করাতে দেবো না।” দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি লড়াই করতে চাও, দিলীপ ঘোষ ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে। কিভাবে রাজনীতি করতে হয় আমি জানি। ২০২৪ এ ভিটেতে ঘুঘু চরিয়ে দেবো। জেলায় তৃণমূলের নেতা নেই যাদেরকে দল এমএলএ প্রার্থী বলেও মনে করে না, এমপি তো দূরের কথা। তারা এখানে চিৎকার করছে।” দিলীপ ঘোষের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের যুব নেতা নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, “আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই করা হয়েছে। আমরা তা দেখিয়ে দেব।
দিলীপবাবু দেখাতে পারবেন ওই সভার অনুমতি রয়েছে? কারণ বিরোধীরা প্রশাসন মানে না, আইনের তোয়াক্কা করে না।” তিনি আরও বলেন, “চোরের মায়ের বড় গলা। উনি পাঁচ বছর সাংসদ ছিলেন। মেদিনীপুর শহরে একটা টয়লেট পর্যন্ত করেননি। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে চমকাতে আসেন, আর চলে যান। তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেওয়ার আগে যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে হবে। দিলীপ ঘোষকে মাথায় রাখতে হবে হুংকার দিয়ে লাভ নেই, দিদি একবার নক্ করলে যুব তৃণমূল কংগ্রেস বিজেপির সব হনুমানদের বুঝে নেবে।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Dilip Ghosh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper