Home » Sukanta Majumdar : “তৃণমূল নেতাদের রাঁধুনি হলে ৬০ লক্ষের মালিক হব”, শালবনীতে কটাক্ষ সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar : “তৃণমূল নেতাদের রাঁধুনি হলে ৬০ লক্ষের মালিক হব”, শালবনীতে কটাক্ষ সুকান্ত মজুমদারের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “মুখ্যমন্ত্রীর সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে বিজ্ঞাপন করে রাঁধুনী নিয়োগ করা উচিত। বেকার যুবকরা, প্রত্যেকে রাঁধুনির কাজ করবে আর ৬০ লক্ষ টাকার মালিক হয়ে যাবে। অনুব্রতর মতো একজন জেলা সভাপতির রাঁধুনির একাউন্টে যদি ৬০ লক্ষ টাকা পাওয়া যায়, তাহলে কোন মন্ত্রীর রাঁধুনির একাউন্টে দ্বিগুন টাকা পাওয়া যাবে। আমরা যারা বিজেপি করি তারাও ভাবছি তৃণমূল নেতাদের বাড়ির রাঁধুনি হব।”


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Sukanta Majumdar
নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার শালবনীতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শালবনী ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের কেউদি গ্রাম ঘুরে দেখলেন তিনি। পাশাপাশি গ্রামের মানুষের অভাব অভিযোগের নানা কথা শোনেন গ্রামবাসীদের কাছে। গ্রামের মহিলাদের নিয়ে একটি ছোট সভারও আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। যেখানে জঙ্গলমহলের বিভিন্ন গরীব মহিলারা নানা বঞ্চনার কথা শোনান। পাশাপাশি পার্টি কর্মীদের নির্দেশ দেন এই সমস্ত মহিলাদের অভাব অভিযোগের কথা নামসহ যেন নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন : ছাত্রছাত্রীদের জন্য বিরাট খবর ! আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যে চালু হতে চলেছে ৪ বছরের স্নাতক ডিগ্রী কোর্স

Sukanta Majumdar

এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রতিক্রিয়া দিয়েছেন নানা প্রসঙ্গে। সম্প্রতি চন্দ্রকোণায় আত্মঘাতী আলুচাষীর পরিবারের সাথে দেখা করেন সুকান্ত মজুমদার। আর্থিক সাহায্য তুলে দিয়ে প্রতিশ্রুতি দেন পাশে থাকার৷ তিনি বলেন, “আলু চাষে কৃষকরা মাঠে দাম পাচ্ছে না, অথচ কলকাতায় আলু ৩০ টাকা করে কেজি। মাঝে তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে। তাছাড়া বিজেপি শাসিত রাজ্যে চাষীর মৃত্যুর কারণ আমাদের রাজ্যে মৃত্যুর কারণ থেকে আলাদা। সে কারণেই আমরা কৃষি বিল এনেছিলাম।

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার ‘প্রতিরোধে’ ময়দানে বন সুরক্ষা কমিটি, থাকবেন মহিলারাও

আরও পড়ুন : রাতে প্রতিবেশী বধূর সঙ্গে দেখা করতে এসেই বিপত্তি! হাতেনাতে ধরা পড়তেই পরকীয়ার অভিযোগে খুঁটিতে বেঁধে বেদম মার যুগলকে

কৃষি বিল লাগু হলে চাষি মৃত্যু ঘটত না। কিন্তু বিরোধীরা ভুল বুঝিয়েছে।” জিতেন্দ্রনাথ তেওয়ারির গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলব এটা পলিটিক্যাল অ্যারেস্ট কারণ এক যাত্রায় কখনোই পৃথকফল হতে পারে না। তৃণমূল নেতাদের চিড়ে উৎসবে পদথিষ্ট হয়ে মারা গিয়েছিল ছ-সাত জন। কিন্তু তারপরও কাউকে অ্যারেস্ট করা হয়নি। অথচ কম্বল বিতরণে তিনজন মারা যাওয়ায় জিতেন্দ্র তেওয়ারিকে অ্যারেস্ট করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক গ্রেফতার৷ আমাদের দল জিতেন্দ্র তেওয়ারি এবং তার পরিবারের সঙ্গে রয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Sukanta Majumdar

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.