Home » Hula team : হুলা টিমের সদস্যদের আলাদা পোশাক কোথায়? গড়বেতায় হাতিদের আগুনের গোলা ছোড়ায় উঠছে প্রশ্ন

Hula team : হুলা টিমের সদস্যদের আলাদা পোশাক কোথায়? গড়বেতায় হাতিদের আগুনের গোলা ছোড়ায় উঠছে প্রশ্ন

by Biplabi Sabyasachi
0 comment

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতিকে আগুনের গোলা ছোড়ার ঘটনায় বারবার কাঠগড়ায় উঠেছে হুলা টিম। প্রতিবারই স্থনীয়দের দিকেই অভিযোগ তুলে বনদপ্তর। গত বছর আগস্ট মাসে ঝাড়গ্রামে জ্বলন্ত শলাকায় মৃত্যু হয়েছিল একটি হাতির। তারপরই হুলা টিমের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল বনদপ্তর। বৈঠকে একাধিক সিদ্ধান্ত হয়েছিল। হুলা টিমের সদস্যদের আলাদা পোশাক এবং বডি ক্যামেরা দেওয়া হবে। তার এক বছর পেরোলেও বডি ক্যামেরা ও পোশাক এখনও পাইনি হুলা টিমের সদস্যরা।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : সুস্থ সবল হস্তি শাবকের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ঝাড়গ্রামের সেই ঘটনার বছর ঘুরতেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ফের হাতিকে আগুনের গোলা ছোড়ার ঘটনা ঘিরে হুলা টিমের সদস্যদের দিকেই উঠছে অভিযোগ। যদিও বনদপ্তর গ্রামবাসীদের দিকেই অভিযোগ তুলছে। গ্রামবাসীরা দাবি করছেন, হুলা টিমের জন্য আলাদা পোশাক কেন দিচ্ছে না বনদপ্তর? কারা আগুনের গোলা ছুঁড়ছে তা সহজে চিহ্নিত হয়ে যাবে বলেই কি আলাদা পোশাক দেওয়া হয়নি? ২০২৪ এর আগস্ট মাসে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দফতরে বৈঠকে বসেছিলেন জেলা শাসক, বিভিন্ন বন আধিকারিক, সাংসদ জুন মালিয়া সহ বিভিন্ন এলাকার হুলা টিমের সদস্যরা।

আরও পড়ুন : লালগড়ের নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার গুড়গুড়িপালে কংসাবতী নদীতে

ওই বৈঠকে হুলা টিমের সদস্যদের জন্য আলাদা পোশাক দেওয়া হবে বলেও পরিকল্পনা হয়েছিল। এমনকি বিভিন্ন জায়গায় হাতি তাড়াতে গিয়ে হুলা টিমের সদস্যরা আক্রান্ত হন। সেই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করার জন্য বডি ক্যামেরা দেওয়ারও পরিকল্পনা হয়েছিল। বডি ক্যামেরা তো অনেক দূরের কথা, আলাদা পোশাকই দেওয়া হয়নি।

গত ২৯ আগস্ট রূপনারায়ণ বনবিভাগের আমলাগোড়া রেঞ্জের গনগনি এলাকায় ২৫ টি হাতির একটি দল পারাপারের সময় একের পর এক আগুনের গোলা ছোড়ার অভিযোগ উঠছে হুলা টিমের সদস্যদের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বনদপ্তর। মঙ্গলবার হুমগড়, মহালিশাই সহ বিভিন্ন রেঞ্জ অফিসে হুলা টিমের সদস্যদের নিয়ে বৈঠক করে বনদপ্তর। তাদের কঠোর বার্তা দেওয়া হয় হুলা ব্যবহার নিয়ে। রেজুলেশনও করা হয়েছে। কোনভাবেই আগুনের গোলা ছোড়া যাবে না। এমনকি ছোট হুলা বা বল হুলা ব্যবহার করা যাবে না। বৈঠকের কথা মানছেন হুমগড় রেঞ্জ আধিকারিক মলয় ঘোষ। তিনি বলেন, “হাতিকে আগুনের গোলা ছোড়া কোনভাবেই মেনে নেওয়া যাবে না। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন ছোট হুলা বা সুঁচালো রড ব্যবহার করা যাবে না।” গনগনিতে হাতিকে আগুনের গোলা ছোড়ার ঘটনায় ঘাটাল আদালতে মামলা (POR) করেছে বনদপ্তর।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Missing woman

Biplabi Sabyasachi Largest Bengali Newspape

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.