Home » Heavy Rain Forecast : নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, দীঘায় জারি সতর্কবার্তা

Heavy Rain Forecast : নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, দীঘায় জারি সতর্কবার্তা

by Biplabi Sabyasachi
0 comments

Heavy Rain Forecast : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে সতর্কতা। তবে এদিন সকাল থেকেই দিঘায় শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জারি হয়েছে সতর্কতা। তবে এদিন সকাল থেকেই দিঘায় শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। তার সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। একেবারে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। চলছে কড়া নজরদারি।

Heavy Rain Forecast
নিজস্ব চিত্র

আরও পড়ুন : বিকল অধিকাংশ পথবাতি! সন্ধ্যা নামলেই আঁধারে ডোবে বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ

নুলিয়া থেকে সিভিক ভলান্টিয়াররা সৈকতে টহলদারি চালাচ্ছেন। ওয়াচ টাওয়ার থেকেও চলছে নজরদারি। কেউ যাতে ব্যারিকেড টপকে সমুদ্রে নামতে না পারে সে ব্যাপারে কড়া দিঘা প্রশাসন। তবে প্রশাসন সূত্রে খবর, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিঘা , মন্দারমণি ,শঙ্করপুর , উদয়পুর সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

Heavy Rain Forecast

আরও পড়ুন : পুরনো নয়, চাই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পশ্চিম মেদিনীপুরে ২১ দফা দাবি বনকর্মীদের

এর মধ্যে সোমবার হলুদ সতর্কতা, মঙ্গল ও বুধবার কমলা এবং বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিঘা মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর সহ সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তবে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন।এই চারদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করার পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : কেশপুরে কাঠ চেরাই মিলে অভিযান বন দফতরের, সিল করল একাধিক মিল

এবিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, কয়েকদিন ধরে মাঝ সমুদ্র থাকা মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। এই মূহুর্তে সমুদ্রে কোন ট্রলার নেই। তাছাড়া নিম্নচাপ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে প্রশাসন। তাছাড়া ছুটিতে থাকা জেলার প্রশাসনের আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Heavy Rain Forecast

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.