Home » স্বস্তি দিয়েই রবিবার ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত , কমল মৃত্যুর সংখ্যা, নিম্নমুখী করোনা গ্রাফ

স্বস্তি দিয়েই রবিবার ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত , কমল মৃত্যুর সংখ্যা, নিম্নমুখী করোনা গ্রাফ

by Biplabi Sabyasachi
0 comments

Covid news

আরও পড়ুন ঃকরোনার তৃতীয় ঢেউয়ের নিশানায় শিশুরা ! আগাম সর্তকতায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

পত্রিকা প্রতিনিধি: স্বস্তির নি:শ্বাস, রবিবার গত ৬০ দিনের মধ্যে সবচেয়ে কম দৈনিক করোনা আক্রান্তের (Daily corona cases)সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভারতবর্ষে (INDIA) করোনায় (corona) আক্রান্ত হয়েছেবন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। এর ফলে অনেকটাই কমে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। ৩হাজারের থেকে অনেকটাই নেমে এসেছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৭ জনের। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona second Wave) মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। যদিও এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ২কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১ জন। মারা গিয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯জন। রাজ্যে(west Bengal) গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৬৮২জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪১৯১৩০জন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৬১৪৬ জন। মৃত্যু হয়েছে ১১৮ জনের।

Advertisement
ADVERTISEMENT


অপরদিকে পূর্ব-পশ্চিম মেদিনীপুরে গত ৫ জুনের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী একদিনে করোনায় আক্রান্ত (Corona Affected) হয়েছেন ৭৯০জন ও জঙ্গলমহলে ১২৮ জন। সুস্থ হয়েছেন ১৪৩৮ জন ও ঝাড়গ্রামে সুস্থের সংখ্যা ২১৪ জন। ৩ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (Daily Death Toll হয়েছে ৬ জনের।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid news

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.