Home » Hanging Body : ঘাটালে হোস্টেলের ছাদ থেকে পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

Hanging Body : ঘাটালে হোস্টেলের ছাদ থেকে পলিটেকনিক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কলেজ থেকে কিছুটা দূরে প্রাইভেট হোস্টেলের ছাদ থেকে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ওই পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রের। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমিকার সাথে মনোমালিন্য চলছিল ছাত্রের ,দাবি বন্ধুদের। তবে সবদিক খতিয়ে দেখে তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কোন্নগর এলাকায়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Hanging Body
নিজস্ব চিত্র

জানা যায়,কোন্নগর এলাকায় রয়েছে ঘাটাল গর্ভমেন্ট পলিটেকনিক কলেজ আর সেই কলেজের প্রথম বর্ষের ছাত্র সায়ন গিরি। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার আগুইবনী এলাকায়।ঘাটালের কোন্নগর এলাকায় ঘাটাল গর্ভমেন্ট পলিটেকনিক কলেজ (Ghatal Government Polytechnic College) থেকে কিছু দুরে একটি প্রাইভেট হোস্টেলে থাকত সায়ন । মঙ্গলবার রাতে বন্ধুরা সায়নের থেকে তার বান্ধবীর সাথে মনোমালিন্যের কথা জানতে পারে এবং সায়নকে চঞ্চল দেখে বোঝানোর চেষ্টা করে বলে দাবি তাঁর বন্ধু সচিন দত্ত,সেখ আসপাক আলী ও রাজীব কুমার দে’দের।

আরও পড়ুন : সারের কালোবাজারি বন্ধে চন্দ্রকোণায় পথ অবরোধ

Hanging Body
নিজস্ব চিত্র

তারা জানায়,রাতে সকলে একসাথেই খাওয়াদাওয়া করে সময় কাটিয়ে যেযার ঘুমিয়ে পড়ে আর তারই মাঝে কখন এমন ঘটনা ঘটিয়ে ফেলে বন্ধু সায়ন।তবে তাদের কথায়,বান্ধবীর সাথে কিছু একটা ঝামেলা চলছিল বলে শুনে আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি।তারই মাঝে আজ সকালে প্রাইভেট হোস্টেলের ছাদ থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : জালে পড়ল প্রায় ১১ কেজি ওজনের বিশাল মাগুর! মাছ দেখে চক্ষু চড়কগাছ মালিকের

খবর দেওয়া হয় হোস্টেল মালিক থেকে মৃত ছাত্র সায়নের পরিবারকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ঘাটাল থানার পুলিশ। এবিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী অবশ্য জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।তবে আরও যেসকল প্রসঙ্গ উঠছে তাও খতিয়ে দেখা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Hanging Body

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.