ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শুক্রবার বিকেলে আধ ঘন্টার ঝড়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে লণ্ডভণ্ড বিভিন্ন স্থান। সব থেকে বেশি ক্ষতি মেদিনীপুর শহরেই। শহরের ভেতরে ভেঙে পড়লো একের পর এক পুরোনো গাছ। হাইভোল্টেজ বিদ্যুতের তার সহ যোগাযোগ সবটাই ছিন্ন। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন, স্থিতাবস্থায় ফেরাতে সারারাত কাজ করতে হবে। মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় পুরনো একটি বটগাছ ভেঙ্গে পড়ে যায় জনপ্রিয় একটি বজরংবলী মন্দিরের ওপরে। পুরো মন্দিরটি একেবারে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্থানীয় বাসিন্দা জয়ন্ত মাইতি জানিয়েছেন, “বটগাছটি আশি বছরের বেশি পুরনো। মন্দিরটিও কুড়ি বছরের বেশি পুরনো। দুইটি জিনিসই একসঙ্গে শেষ হয়ে গেল। ছিন্নভিন্ন এলাকার সমস্ত বিদ্যুৎ সংযোগ” মেদিনীপুর শহরের পদ্মাবতী শ্মশানের বিশাল উঁচু চিমনিটি ভেঙ্গে পড়ে যায়। সৌভাগ্যবশত পাশাপাশি বাড়ির কারো ক্ষতি না হলেও চিমনির বড় মেরামতের প্রয়োজন রয়েছে। শহরের কালেক্টরেট মোড়, হাসপাতাল রোড , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রোড সহ বিভিন্ন এলাকায় বহু পুরনো গাছ ভেঙে পড়েছে।
বেশিরভাগ স্থানে বিদ্যুৎ লাইন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এর জেরে শুক্রবার বিকেলের পর থেকেই বিদ্যুৎহীন মেদিনীপুর শহরের বেশিরভাগ। প্রচন্ড ঝড়ের সময় জঙ্গলের রাস্তা থেকে গরু পিচ রাস্তায় উঠে যাওয়ায় ধেড়ুয়া রুটে গাড়ি দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় গরু এসে যাওয়ায় একটি লরি দ্রুত ব্রেক করেছিল। পেছনে ছিল রেশন সামগ্রী ভর্তি একটি লরি। লরিটি গিয়ে ধাক্কা মারে লরিতে। চালকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন : মাধ্যমিকের মেধা তালিকায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার! দশম স্থানে বীরেশ, বর্ণময় ও সাগ্নিক
আরও পড়ুন : মাধ্যমিকে চতুর্থ পূর্ব মেদিনীপুরের তুহিন! রাজ্যে সেরা দশে জেলার ১৩ পড়ুয়া
গুড়গুড়িপাল থানার পুলিশ উদ্ধার করে ভর্তি করেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জেলার বিভিন্ন স্থানে এই ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে দ্রুত গতিতে মেদিনীপুর শহরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “শহরের বিভিন্ন জায়গায় এই বিভ্রাট হয়েছে গাছ পড়ে। সারারাত কাজ করতে হবে কর্মীদের।”
আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া
আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper