Home » হলদিয়ায় নবনির্মিত উড়ালপুর চালু এখন সময়ের অপেক্ষা, বদলে যেতে পারে শিল্প-মানচিত্র

হলদিয়ায় নবনির্মিত উড়ালপুর চালু এখন সময়ের অপেক্ষা, বদলে যেতে পারে শিল্প-মানচিত্র

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ হলদিয়া এ্যান্কারেজ চালু হলো ১লা নভেম্বর ১৯৫৯ হলদিয়া বন্দর ৬০ বছর পার হয়ে গেল! দেশ-বিদেশের বহু জাহাজ বন্দরে আসছে। দেখতে দেখতে অনেকগুলো বার্থ তৈরি হয়েছে । স্থল পথে বহু গাড়ি ইমপোর্ট ও এক্সপোর্ট জন্য হলদিয়ার আসছে।সামনে রেলক্রসিংয়ের সেইজন্যই মাঝে মধ্যে দাঁড়িয়ে যেতে হয় বহু গাড়িকেই। একদিকে স্কুল কলেজ আবার হলদিয়ার প্রবেশদ্বার রানিচক একদিকে টাউনশিপ অন্যদিকে হলদিয়া থানা। এই নিয়ে সাধারণ মানুষের বিরক্তির ভাব দেখা যেত। Haldia Flyover, Haldia Flyover, Haldia Flyover, Purba Medinipur Flyover, Haldia flyover is ready to inauguration in purba medinipur Distrcit

আজকের পত্রিকা- ২০ নভেম্বর ২০২০, বাং- ৪ অগ্রহায়ণ ১৪২৭

haldia, Haldia Uralpur, Haldia Bridge
ফাইল চিত্র

হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া বন্দরের যৌথ উদ্যোগে দাবি জানানো হয় জাহাজ মন্ত্রকের কাছে ফাইওভার এর জন্য ।সেই অনুযায়ী ৮ই ২০১৬ সালের ভিত্তিপ্রস্তর করেছিলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নীতিন গড় গড়ি, ছিলেন রাজ্যে যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তৎকালীন সাংসদ বর্তমান রাজ্যের মন্ত্রী হলদিয়া উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান শুভেন্দু অধিকারী, ২০১৮ এর কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে শেষ হতে আরো দু’বছর লেগে গেছে। আর লকডাউন এর জেরে ফুল দমে কাজ হওয়ার ফলে নভেম্বর মাসেই উড়ালপুল কাজ শেষ হয়েছে। পরীক্ষামুলকভাবে এখন গাড়ি চলাচল চলছে । বন্দরের এক কর্তা বলেন আমরা জেনেছি খুব শিগগিরই জাহাজ মন্ত্র বন্দরে হাতে হস্তান্তর করবে। তবে পরীক্ষামূলক চালু হয়েছে। কিন্তু বাইক বাহিনীর দাপট বেড়েছে সেজন্য হলদিয়া থানা কে দেখার জন্য আমরা বলেছি। এই ফ্লাইওভার সব মিলিয়ে ২’৫ কিলোমিটার ফাইওভার তৈরি হয়েছে।বিশেষ সূত্রে জানা যায় এই ফ্লাইওভারটি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জানুয়ারি মাসে এখনো অনেক কাজ বাকি রয়েছে ফ্লাইওভারে সেইজন্যই পরীক্ষামূলক ভাবে গাড়ি চললেও ফাইওভার সম্পূর্ণভাবে হস্তান্তর হবে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই।এই পাঁচ হওয়ার সাথে সাথেই হলদিয়া মুকুটে নতুন পালক যেমন সংযোজিত হলো ঠিক তেমনি ভাবে হলদিয়া রানিচক দূষণ অনেকটাই কমবে এবং ভালো পথে গাড়ি চলাচলের ক্ষেত্রে সরাসরি আর কোন সমস্যা থাকলো না।সানি ও ব্যবসায়ী শেখ মজাফফর বলেন দীর্ঘদিনের দাবি ছিল ফ্লাইওভারের। ফ্লাইওভার তৈরি হয়েছে। চালু হলে হলদিয়ার মানুষের অনেক সুবিধা হবে। আশা করব যানজট কে এড়িয়ে এই ফাইওভার যেমন হয়েছে আরো বহু কারখানা গড়ে উঠবে। তাতে আর কোন পরিবহনের সমস্যা থাকবে না।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.