Home » Gurguripal High School : গুড়গুড়িপাল হাইস্কুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ! তদন্ত কমিটি গঠন জেলা শিক্ষা দফতরের

Gurguripal High School : গুড়গুড়িপাল হাইস্কুলে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ! তদন্ত কমিটি গঠন জেলা শিক্ষা দফতরের

by Biplabi Sabyasachi
0 comments

Gurguripal High School Corruption : দুর্নীতির অভিযোগে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল হাইস্কুল গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবক ও এলাকাবাসীরা। অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষক গৌতম ভৌমিকের বিরুদ্ধে। সরব হয়েছিলেন পরিচালন সমিতিও। সেই অভিযোগের তদন্তে পাঁচজনের কমিটি গঠন করে শিক্ষা দফতর। শুক্রবার পরিচালন সমিতি ও প্রধান শিক্ষককে নিয়ে শিক্ষা দফতরে শুনানিও হয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল হাইস্কুল গেটে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবক ও এলাকাবাসীরা। অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষক গৌতম ভৌমিকের বিরুদ্ধে। সরব হয়েছিলেন পরিচালন সমিতিও। এই সব অভিযোগের ভিত্তিতেই গত বৃহস্পতিবার স্কুল গেটে পোস্টারও দেন। পরিচালন সমিতি অভিযোগ জমা দেয় জেলা শিক্ষা দফতরে।

আরও পড়ুন : চলতি বছরে ঘাটালে প্রশাসনকে নৌকা দিতে বেঁকে বসলেন মালিকরা

Gurguripal High School
নিজস্ব চিত্র

সেই অভিযোগের তদন্তে পাঁচজনের কমিটি গঠন করে শিক্ষা দফতর। শুক্রবার পরিচালন সমিতি ও প্রধান শিক্ষককে নিয়ে শিক্ষা দফতরে শুনানিও হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক গৌতম ভৌমিক জানিয়েছেন, “চক্রান্তের শিকার তিনি।” পরিচালন সমিতি ও অভিভাবকদের অভিযোগ, পড়াশোনা ঠিক মতো হয় না। এমনকি কোনো শিক্ষক ক্লাসে না গেলে কিছু বলেন না।

স্কুলে উন্নয়নমূলক বিভিন্ন ফান্ডে টাকা এলে সেই টাকা খরচ না করে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক গৌতম ভৌমিক। বিজ্ঞান বিভাগে ল্যাবরেটরির জন্য প্রায় ১৩ লক্ষ টাকা এসেছে। বিল্ডিং সারানোর জন্য ২০ লক্ষ টাকা। সেই টাকায় কোন কাজ না করে প্রধান শিক্ষক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছেন। এমনকি করোনার সময় হোস্টেল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকলে প্রধান শিক্ষক কর্মচারীদের পাঠিয়ে তাদের বাড়ি থেকে সেই টাকা আদায় করে নিয়ে আসে বলে অভিযোগ।

আরও পড়ুন : ১২ ঘন্টা দাঁড়িয়ে জাতীয় সড়কে! ভারী গাড়ি নিয়ে উঠতে বাধা মোহনপুর বীরেন্দ্র সেতুতে

স্কুলের যে কোন কাজ টেন্ডার ছাড়াই করান বলে অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের বর্তমান পরিচালন সমিতির সভাপতি দীপক অধিকারী বলেছেন, “প্রধান শিক্ষক পরিচালন সমিতির সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে নিজ মর্জিতে কাজ করে যান। আগের সমিতির সঙ্গে যোগাযোগ করে যেভাবে টাকা তছরুপ করেছেন সেভাবে কাজ করতে চাইছেন উনি।

একাদশ শ্রেণিতে ভর্তি ফি নিয়ে পরিচালন সমিতির সঙ্গে আলোচনা না করে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এবং সেই টাকা অ্যাকাউন্টে না রেখে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন।” সমস্ত বিষয় নিয়ে জেলা শিক্ষা দফতরে অভিযোগ জানানো হয়েছিল। জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দার জানিয়েছেন, “অভিযোগ জমা পড়েছিল। শুক্রবার উভয়পক্ষকে নিয়ে একটি আলোচনাও হয়েছে। পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Gurguripal High School

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.