Home » Ghatal Lok Sabha : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

Ghatal Lok Sabha : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

Ghatal Lok Sabha seat actor vs actor fight! Speculation is rife.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০২৪ এর লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে দুই অভিনেতার লড়াই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূলের দীপক অধিকারী (দেব),অন্যদিকে বিজেপির হীরন চ্যাটার্জী। চলতি মাসে দেবকে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং ঘাটাল কেন্দ্রে বিজেপির কর্মসূচিতে হীরণের যোগদান সেই জল্পনা আরও বাড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে ঘাটাল লোকসভা কেন্দ্র মোট ৭ টি বিধানসভা এলাকা নিয়ে তৈরি। তাই উভয় দলের প্রার্থী বাছাই এমন হওয়া উচিত যাকে ৭ টি বিধানসভা এলাকার ভোটাররা চেনেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal Lok Sabha

এই সমীকরণে লোকসভার প্রার্থী বাছাইয়ে উভয় দলের ক্ষেত্রেই কেবল মাত্র রাজনৈতিক ব্যক্তি হলেই হবে না, প্রার্থী চয়নে জায়গা পাবেন কোনো অভিনেতা বা শিল্পী। তৃণমূল সূত্রে খবর,এই মুহূর্তে ঘাটাল লোকসভা কেন্দ্রে দুইবারের সাংসদ দেবের গ্রহণযোগ্যতা রয়েছে। আর দেব মুখ্যমন্ত্রীর স্নেহধন্য অভিনেতা সাংসদ। দেবের শান্তস্বভাবের কথা হিসেবী পদক্ষেপ নেত্রীর পছন্দের। তাই তৃণমূল নেত্রী এবারেও দেবকেই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয় বারের জন্য প্রার্থী করতে পারেন। আর ব্যক্তি সম্পর্কের জায়গা থেকে দিদির কথা দেব ফেলতে পারবেন না।

Ghatal Lok Sabha

Ghatal Lok Sabha

সূত্রের খবর গত ১০ জানুয়ারি কালীঘাটে তৃণমূলনেত্রী যে দলীয় বৈঠক করেছিলেন সেখানে দেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং ২০২৪ এর লোকসভা ভোটকে সামনে রেখেই ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের বার্তা দেন দেবের সাথে দলের কারও কোনও ইগোর লড়াই যেন না থাকে। সেই বৈঠকে ঘাটালের এক নেতাকে ধমক দেন দলনেত্রী। কোট আনকোট নেত্রী বুঝিয়ে দেন, ২৪ এর লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য তিনি দেবকেই আনতে চলেছেন। অপরদিকে,ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির দলীয় কর্মসূচিতে পদে পদে হীরণের অংশগ্রহণ এবং দেশীয় রাজনীতি নিয়ে তাঁর বার্তা ও প্রতিশ্রুতিতে রাজনৈতিক মহল অনেকটাই স্পষ্ট দেবের পাল্টা হিসেবে ঘাটালে হীরণ এক মাত্র মুখ।

দেবের সাথে লড়তে গেলে কোনো অভিনেতা বা শিল্পী মানুষ হিসেবে জেলার রাজনীতিতে বিজেপির ঝুলিতে একমাত্র হীরণ ছাড়া আর গ্রহণযোগ্য কেউ নেই। ঘাটাল লোকসভা কেন্দ্র জুড়ে অভিনেতা হিসেবে হীরনের গ্রহণযোগ্যতাও কম নয়। ইতিমধ্যেই ঘাটালের কয়েকটি রাজনৈতিক সভামঞ্চ থেকে হীরণের মুখে লোকসভা ভোটে জেতার প্রতিশ্রুতিস্বরুপ রেলপথ আর মাস্টার প্ল্যান রূপায়নের মন্তব্য করতে শোনা গিয়েছে। সব মিলিয়ে ২০২৪ এর লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে দুই অভিনেতার লড়াই হতে পারে বলে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।

দলীয় সূত্রে প্রকাশ্যে এই নিয়ে মুখ না খুললেও উভয় দলের একাংশ দুই অভিনেতার লড়াইয়ের জল্পনাতে সায় দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী দেবের প্রাপ্ত ভোট ছিল ৭১৭৯৫৯ টি এবং বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রাপ্ত ভোট ছিল ৬০৯৯৮৬ টি। অর্থাৎ ,দেব এগিয়ে ছিল ১০৭৯৭৩ টি ভোটে। অভিনেতা দেবের গ্রহণযোগ্যতা এখানে অনেকটাই ফ্যাক্টর ছিল বলে মত রাজনৈতিক মহলের। তাই বিজেপিও এবার প্রার্থী বাছাইয়ে হিরণকেই বেছে নিতে পারেন।

আরও পড়ুন : হাতির পালকে সরিয়ে ফসল বাঁচাতে রেঞ্জারের পায়ে ধরলেন মহিলা

আরও পড়ুন : হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal Lok Sabha

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.