পত্রিকা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও হয়নি রাস্তা মেরামতে, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল শতাধিক গ্রামবাসী। দীর্ঘক্ষন অবরোধের পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। ঘটনাটি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সোয়াই এলাকায়।জানাযায় ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ঢলগড়া থেকে বালিডাঙ্গা পর্যন্ত ৫ কিমি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তাটি প্রায় ৬ বছর ধরে বেহাল। রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্তের, যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন হাজারো মানুষ, এ ছাড়াও যাতায়াত করে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস থেকে পণ্যবাহী গাড়ি।
এই রাস্তা যোগাযোগের একমাত্র পথ ঘাটাল শহর, মেদিনীপুর শহর, ও হুগলি জেলার বিস্তীর্ণ এলাকার সাথে। আর সেই রাস্তায় কিনা বেহাল অবস্থা। তাই দ্রুত
রাস্তা মেরামতের দাবিতে ক্ষোভে শতাধিক মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভে শামিল হয়। রাস্তা অবরোধের ফলে দেখা দেয় তীব্র যানজট, খবর পেয়ে ঘাটাল থানা পুলিশ গিয়ে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ ওঠে। অবরোধকারী গনেশ চন্দ্র মান্না, কৌশিক জানা বলেন” বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও রাস্তা মেরামত হয়নি। আজ আমরা পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলেছি, কিন্তু ৭ দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
2
previous post