Covid zone
আরও পড়ুন ঃ–পানীয় জলের ট্যাপ খুললেই বের হচ্ছে লালচে কেঁচো, আতঙ্ক এলাকায়
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলায় করোনা সংক্রমণের সংখ্যা কমলেও নতুন করে চারটি এলাকায় করা হলো কনটেইনমেন্ট (Containment zone) জোন। করোনার তৃতীয় ধাপকে আটকাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ বলে জানা গিয়েছে। দেশজুড়ে নাজেহাল করে দিয়েছে করোনার (Corona second Wave)দ্বিতীয় ঢেউ।
আরও পড়ুন ঃ–ঝাড়গ্রামে মৃত্যু হল বনকর্মীর, পশ্চিম মেদিনীপুরে দাঁতালের হানায় ভাঙল বাড়ি
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে না-পারলে সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলা করা মুশকিল বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় তৃতীয় কোভিড যুদ্ধের প্রস্তুতিতে কোনও রকম ফাঁকফোকর না রাখতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মেদিনীপুর সদর হাসপাতালের পরিকাঠামোরও উন্নতি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় স্তরে কনটেইনমেন্ট বা মাইক্রো-কনটেইনমেন্ট জোন তৈরির সিদ্ধান্ত। জেলায় জেলায় কনটেইনমেন্ট জোনের ব্যাপারে মঙ্গলবার মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী একটি নির্দেশিকা দিয়েছেন। তারপরই পশ্চিম মেদিনীপুর জেলায় এলাকা বাছাই করতে শুরু করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের চারটি এলাকায় কনটেইনমেন্ট জোন করা হয়েছে। মেদিনীপুর শহরের কুইকোটা, তোড়াপাড়া, খড়্গপুর শহরের তালবাগিচা, ও বেলদার দেউলীতে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। জেলায় সংক্রমণ একশোর নীচে নামলেও এই এলাকাগুলিতে তুলনামূলক ভাবে বেশি সংক্রমণ বলে জানা গিয়েছে। ওই চারটি এলাকার জনসাধারণের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও আধিকারিক জানিয়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid zone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore