পত্রিকা প্রতিনিধি: এক-দুটো নয় এক এক করে ২০ টি সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে।দাসপুর ১ নং ব্লকের সামাট গ্রামের বটব্যাল পরিবারের বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় বাড়ির শোওয়ার ঘর থেকে এক এক করে সাপগুলি বেরিয়ে আসে।সামাট গ্রামের অরুপ বটব্যালের বাড়ি থেকে সাপগুলি বেরিয়ে আসতে দেখা যায়।গতকাল সন্ধ্যায় বাড়ির সদস্যরা টিভি দেখার সময় প্রথমে একটি সাপ শোওয়ার ঘর থেকে বেরিয়ে আসে তারপর একে একে সাপগুলি বেরিয়ে আসতে দেখে বিচলিত না হয়ে বা সাপগুলি না মেরে ওই বাড়ির এক সদস্য দিবাকর বটব্যাল একটি পাত্রে সতর্ক ও সাহসীকতার সাথে সাপগুলিকে আয়ত্বে আনে।রাতেই দাসপুর সুলতাননগর বিটে খবর দেওয়া হয় পরিবারের তরফে।এদিন শনিবার বনদপ্তরের কর্মীরা বাড়িতে গিয়ে সাপগুলি উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তর সূত্রে জানাযায়,সাপগুলি সবকটাই বিষধর গোখরো।উদ্ধার করে দপ্তরে আনা হয়েছে।একসঙ্গে এতোসংখ্যক বিষধর সাপ বাড়ির ভিতরে দেখে আতঙ্কিত না হয়ে এবং সাপগুলি না মেরে সাহস করে পাত্র আটকে রাখায় বটব্যাল পরিবারের সদস্য দিবাকরবাবুর প্রশংসা করেন বনদপ্তর।ঘাটাল দাসপুর জুড়ে প্রায় নিত্যদিনই বিষধর সাপ উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে।শুক্রবার সন্ধ্যায় সামাট গ্রামের বটব্যাল পরিবারের একসাথে ২০ টি বিষধর সাপ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।
1