Keshpur : পশ্চিম মেদিনীপুরে জেলা প্রশাসনিক বৈঠকে গাছ কাটা এবং পাচার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় বড়োসড়ো অভিযানে নামে বন দফতর। জেলায় যত্রতত্র গজিয়ে উঠেছিল অবৈধ কাঠ চেরায় মিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে জেলা প্রশাসনিক বৈঠকে গাছ কাটা এবং পাচার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় বড়োসড়ো অভিযানে নামে বন দফতর। জেলায় যত্রতত্র গজিয়ে উঠেছিল অবৈধ কাঠ চেরায় মিল।
আরও পড়ুন : মেদিনীপুরে এসইউসিআই দলের প্রতিষ্ঠাতার জন্ম শতবর্ষের সমাবেশ থেকে এসএসসি ও নার্স দুর্নীতির প্রতিবাদ
চলছিল বিনা লাইসেন্সে। এক মাস আগে সেই মিল গুলিতে হানা দিয়ে শতাধিক মিল সিল করেছিল বনকর্মীরা। তারপরও জেলার কেশপুরের প্রত্যন্ত এলাকায় চলছিল বেশকিছু কাঠ চেরায় মিল। শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই মিলগুলি বন্ধ করে দেয়। বন দফতর থেকে জানা গিয়েছে, এদিন কেশপুরের নেড়াদেউল এলাকায় তিনটি অবৈধ কাঠ চেরায় মিল সিল করা হয়।
Keshpur
বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করা হয়েছে। ধরানো হয়েছে আইনি নোটিশ। এর আগে মেদিনীপুর বনবিভাগের চন্দ্রকোনা রেঞ্জের বিভিন্ন এলাকায় বহু অবৈধ মিল সিল করে বন দফতর। সম্প্রতি ওই মিলগুলির মধ্যে কিয়াবনি এলাকার একটি মিল লুকিয়ে কাঠ চেরায়ের কাজ শুরু করেছিল। খবর পেয়ে পুনরায় ওই মিলটি সিল করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে বন দফতর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Keshpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper