For a long time, the condition of primary school has been deteriorating. Demonstration students
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কয়েক বছর ধরে প্রাথমিক স্কুলের অবস্থা ভগ্নপ্রায়। স্কুলের ক্লাস হয় খোলা আকাশের নীচে। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। তাই এবার প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে অভিভাবকেরা বিডিও অফিসে অভিনব কায়দায় ছাত্রছাত্রীরা ব্লকের বিডিও’র কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে সামিল।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে চারচাকার গাড়ির সামনে হঠাৎ হাতি, দৌঁড়ে বাঁচলেন চালক
আরও পড়ুন:- পটাশপুরে এক পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণে কাউকে না যেতে ফতোয়া, অন্যথায় জরিমানা, গ্রেফতার ৮
পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েত এলাকার ছত্রী-১ নম্বর প্রাথমিক স্কুলের ঘটনা। প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলের অবস্থা খুবই শোচনীয়। স্কুলে কোন শৌচাগার নেই। পাশাপাশি আমাদের সুরক্ষাও নেই। যতক্ষণ না সমস্যার সমাধান না হবে আমরা আমাদের অবস্থানে অনড় থাকবো।
Primary School
আরও পড়ুন:- শিকারির চেয়ে বেশি বনকর্মী ও পুলিশ! মেদিনীপুর সদরে চাঁদড়ার অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণে পড়ল ছেদ
এবিষয়ে স্কুলের শিক্ষক সঞ্জীব সাউ জানিয়েছেন, আমরা এ বিষয়ে বহুবার এসআই এবং বিডিও’র দ্বারস্থ হয়েছি। কিন্তু কোন লাভ হয়নি। তবে এ দিন আমাদের অভিভাবকেরা ব্লকে অবস্থান বিক্ষোভে নিয়ে এসেছে।তবে এ প্রসঙ্গে এগরা-১ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক সভাপতি অমিয় কুমার রাজ জানিয়েছেন, আমরা বিষয়টি জেলায় সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। তবে স্কুলের ব্যাপারটা আমাদের বিশেষ নজরে আছে। অবিলম্বে সমস্যার সমাধান হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Primary School
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore