পত্রিকা প্রতিনিধি : হাতির তাণ্ডব অব্যাহত জঙ্গলমহল জুড়ে। সাত সকালেই হাতির তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসী।এ অবস্থায় ঢাক-ঢোল বাজিয়ে ও আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা। Jhargram, Jhargram
ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি অঞ্চলের জুনসোলা, রামচন্দ্রপুর গ্রাম এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই এলাকায় মঙ্গলবার ভোরে ৪০থেকে ৫০ টি হাতির একটি দল ঢুকে পড়ে। এবং ঢুকে তান্ডব চালায় ধানজমি তে। তান্ডব চালিয়ে চাষের প্রায় ৫০-৬০ বিঘা ধান এর ক্ষতি করেছে।পা দিয়ে পিষিয়ে নষ্ট করে ফেলছে ধান। এতে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা।এই মুহূর্তে হাতির দলটি অবস্থান করছে খড়গপুর রেঞ্জের কলাইকুন্ডা বিটের দুধকুন্ডি এলাকায়। যদিও এই মুহূর্তে হুলা পার্টি ও বনদপ্তর-এর কর্মীরা জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই দলটিকে। তান্ডবের পর ভোরে ওই দলটি পৌঁছায় ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায়। সেখান থেকে ভান্ডারবিলা, আমতলীয়া সহ একাধিক জায়গায় ধান এবং সব্জির ব্যাপক ক্ষতি করে। গ্রামবাসীরা সেখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করলে পাশের জঙ্গলে অবস্থান করে দলটি। রামচন্দ্রপুর, জুনসোলা এলাকার বাসিন্দারা বলেন, ‘আমাদের এই এলাকায় ভোর থেকেই তান্ডব চালাচ্ছে হাতির দলটি, এমনকি ৫০থেকে ৬০ বিঘা ধানজমিও নষ্ট করেছে হাতিগুলি।এসব হাতি খাবার না পেলে কৃষকের ঘর-বাড়িতেও হামলা চালায়।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasach