Elephant that entered the Gopegarh Ecopark were tranquilized and sent deep into the jungle
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মঙ্গলবার দল বিচ্ছিন্ন একটি হাতি সকাল দশটা নাগাদ খড়্গপুরের দিক থেকে ঢুকে পড়ে গোপগড় ইকোপার্কে। ঘটনায় হূলস্থুল কান্ড বেঁধে যায়। আতঙ্কে পর্যটকরা। হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে আহত হন মেদিনীপুর রেঞ্জের আধিকারিক পাপন মহান্ত। কোনোরকমে প্রাণে বেঁচে ফিরেন। তবে দিনভর চেষ্টার পর বিকেলে সফল হলেন বনকর্মীরা। তাকে ট্রাঙ্কুলাইজ করে পাঠানো হল গভীর জঙ্গলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কোন জঙ্গলে পাঠানো হবে তা নিয়ে মুখ খুলতে চান নি বনকর্তারা। সূত্রের খবর ঝাড়গ্রাম জেলার কোনো এক গভীর জঙ্গলে ছাড়া হতে পারে হাতিটিকে। ওই হাতিটিকে এলাকা ছাড়া করায় খুশি স্থানীয়রা। তাদের দাবি, ওই হাতিটির হানায় একাধিক মানুষের মৃত্যু ও আহতর ঘটনা ঘটেছে। যদিও তা মানতে নারাজ মুখ্য বনপাল (পশ্চিমাঞ্চল) অশোক প্রতাপ সিং। তিনি বলেন, “এটি দল বিচ্ছিন্ন হয়ে খড়্গপুরের দিক থেকে চলে এসেছে। এর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই।” অন্যদিকে অন্যান্যদিনের মতো পার্কে ঢুকেছিলেন বহু পর্যটক।
Elephant in Gopegarh Ecopark
আরও পড়ুন : ফের হাতি প্রবেশ করল গোপগড় ইকোপার্কে , ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে আহত রেঞ্জার, পর্যটকদের রাখা হল ওয়াচ টাওয়ারে
হাতির প্রবেশ ঘিরে আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। বনদপ্তরের পক্ষ থেকে সকলকেই ওয়াচ টাওয়ারে তুলে দেওয়া হয়। দিনভর সেখানে তারা কুক্ষিগত রইলেন। পরে নিরাপদে বের করে দেওয়া হয়। পার্কে আসা পর্যটক অসীমা বেরা, মোনালিসা দাস-রা বলেন’ “একটা আতঙ্কে রয়েছে কোনদিন হাতির সম্মুখীন হয়নি। বনদপ্তর খুবই সাহায্য করেছেন, আমাদেরকে নিরাপদ জায়গায় রেখেছেন। তবে পার্কের বাউন্ডারি মজবুত করলে হাতির প্রবেশ আটকানো যেতে পারে। সেই ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তাও অনেকটাই সুনিশ্চিত হবে।”
আরও পড়ুন : বন ও বন্যপ্রাণ সংরক্ষণে বিদ্যালয়ে শিবির, পাঠক্রমে অন্তর্ভুক্তের দাবি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant in Gopegarh Ecopark
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper