বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুলকি চালে রাস্তায় চলাফেরা তার অভ্যাস। গাড়ি আটকে গাড়িতে থাকা খাবার নামিয়ে খাওয়ার চিত্রও দেখা গিয়েছে বহুবার। তবে কোথাও গাড়ি উল্টে দেওয়া বা গাড়িতে থাকা সমস্ত খাবার নামিয়ে নেওয়ার ঘটনা নেই। রাস্তায় একধারে চলার সময় অন্য ধারে গাড়ি যাতায়াত করলেও আক্রমণ করে না। উল্টে তার লেজ ধরে, পাথর ছুঁড়ে বহুবার উত্ত্যক্ত করেছে মানুষজন। এবার সেই শান্ত হাতি রামলালের আগ্রাসী রূপ দেখল পশ্চিম মেদিনীপুর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ঘাঘরাশোল এলাকায় একটি প্রাইভেট গাড়ি রাস্তায় যাতায়াতের সময় সম্মুখে পড়ে যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে খাবার না পেয়ে শুঁড়ে ধরে উল্টে দেয়। কোনরকমে পালিয়ে রক্ষে পেয়েছেন গাড়ির চালক। শান্ত রামলালের আগ্রাসী মনোভাবে উদ্বেগে বনদপ্তর। জানা গিয়েছে, অন্যদিনের মতো বুধবার সকালে ওই গাড়িটি শালবনীর একটি বেসরকারি স্কুলে পড়ুয়াদের নিয়ে যাওয়ার জন্য রঞ্জা থেকে লালগেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৬ টা নাগাদ ঘাঘরাশোল এলাকায় হঠাৎ তার সামনে রামলাল চলে আসে। গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। গাড়িটিতে শুঁড় দিয়ে খাবারের সন্ধান চালায়। খাবার না পাওয়ায় গাড়িটি উল্টে দেয়। সামনের অংশে দাঁত ঢুকিয়ে দেয়। ব্যাপক ক্ষতি হয়েছে গাড়িটির। গাড়ির চালক সুদর্শন দাস বলেন, “জঙ্গলের মোরাম পথ ধরে অন্যান্য দিনের মতোই লালগেড়িয়া দিয়ে স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ সামনে হাতিটি চলে আসে। আমি গাড়ি ঘোরাতে না পেরে দাঁড় করিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন :*স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো প্রচার! পুলিশের জালে এক যুবক*
হাতিটি এসে গাড়িটির চারিদিকে শুঁড় দিয়ে খাবারের খোঁজ করে। খাবার না পেয়ে উল্টে দেয়। আধঘন্টা পরে অন্যান্য লোকজন এসে হাতিটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠায়। তবে গাড়িতে পড়ুয়া না থাকায় রক্ষা।” হঠাৎ রামলালের এমন পরিবর্তন দেখে চিন্তিত বনদপ্তর। শান্ত রামলালের এমন আগ্রাসী মনোভাবের কারণ খুঁজছে।

তবে রামলালের চরিত্রে যে পরিবর্তন ঘটেছে, তা মানছেন পিড়াকাটা রেঞ্জ আধিকারিক শুভজিৎ দাস। তিনি বলেন, “রামলালকে মানুষজন উত্ত্যক্ত করছে প্রতিনিয়ত। কয়েকদিন আগে জঙ্গলে টহল দিতে গিয়ে আমাদের গাড়িকেও আক্রমণ করেছিল।” শান্ত রামলালের এই আগ্রাসী মনোভাবের জন্য মানুষের উত্ত্যক্ত করাকে দায়ী করছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান পিড়াকাটা রেঞ্জের বনকর্মীরা। গাড়িটির ক্ষতির ক্ষতিপূরণে ইন্স্যুরেন্স সহ বিভিন্ন রকম সহযোগিতা করা হবে বলেও বনদপ্তর থেকে জানানো হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant attack
Biplabi Sabyasachi Largest Bengali Newspape