0
পত্রিকা প্রতিনিধিঃ হাতির তান্ডব ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার কুলটিকরি লাগোয়া একাধিক গ্রামে। উল্লেখ্য, সোমবার সকাল থেকে একটি দলছুট হাতি সাঁকরাইল ব্লক এলাকার জঙ্গলকুড়চি, আহিরা, কুলটিকরি সহ একাধিক গ্রামে একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে।
ইতিমধ্যে হাতিটি স্থানীয় একটি অনুকুল আশ্রমের দেওয়াল ভেঙ্গেছে, সঙ্গে এলাকার বিঘার পর বিঘা ধান জমি তছনছ করেছে বলে অভিযোগ। অন্যদিকে হাতি দেখতে এবং তাড়াতে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছেন কুলটিকরি এলাকায়।
তবে গত কয়েকদিন আগে থেকে সাঁকরাইল এবং নয়াগ্ৰামের জঙ্গলে প্রায় ২৫ টি হাতির একটি দল এলাকার অবস্থান করছে। জানা গেছে এই হাতির দল থেকে কোনপ্রকার দলছুট হয়ে একটি হাতি এদিন সাঁকরাইলের বিভিন্ন গ্রামে তান্ডব চালাচ্ছে।